/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/2344.jpg)
গাড়ি চালালেন মাস্টার, ঘোড়া ছোটালেন গব্বর
মাথায় হেলমেট, হাতে স্টিয়ারিং হুইল। ফর্মুলা ওয়ানের ট্র্যাকে ছোটাচ্ছেন দুরন্ত স্পোর্টস কার। গিয়ার শিফটেই চক্কর কাটছেন ল্যাপে। বিশ্ববন্দিত চ্যাম্পিয়ন ড্রাইভার লুইস হ্য়ামিলটন বা সেবাস্টিয়ান ভেটেল নন, মানুষটি শচীন তেন্ডুলকর। হ্যাঁ, ঠিকই পড়েছেন 'ক্রিকেট ঈশ্বর' একেবারে ড্রাইভার মোডে নিজেকে ধরা দিলেন গ্রেটার নয়ডার বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে।
শচীন বরাবরই স্পোর্টস কারের ভক্ত। হাই-স্পিড গাড়ি ছোটাতে ভালবাসেন মাস্টারব্লাস্টার। এই মুহূর্তে বিখ্যাত জার্মান গাড়ি প্রস্তুতকারক সংস্থা বিমডব্লিউ-র সঙ্গে যুক্ত তিনি। বিএমডব্লিউ এনডোর্স করেন তিনি। ফলে শচীনের গ্যারেজে রয়েছে একাধিক বিএমডব্লিউ। এর মধ্যে শচীনের পছন্দের তালিকায় রয়েছে বিএমডব্লিউ আই এইট কুপ। ভারতীয় মুদ্রায় প্রায় তিন কোটি টাকার কাছাকাছি এই গাড়ির দাম। সদ্য়ই ভারতীয় বাজারে এসেছে বিএমডব্লিউ এমটু। সেই গাড়িরই একটু অন্যভাবে প্রমোশন করলেন শচীন। কিংবদন্তি ভারতীয় ক্রিকেটারের সঙ্গে ছিলেন ইউটিউবার ও উদ্যেগপতি প্রণব পানপালিয়া।
আরও পড়ুন: আচরেকরকে শ্রদ্ধার্ঘ্য বিরাটদের, শচীন বললেন স্বর্গে সমৃদ্ধ হবে ক্রিকেট
Jatt Shaunkiyaa tey Shaunk poore karda. #horsebackriding#horseriding#learninghorseriding#tuesdaythoughts#TuesdayMotivationpic.twitter.com/bbGiRmM3ku
— Shikhar Dhawan (@SDhawan25) February 19, 2019
অন্যদিকে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে অন্য মেজাজে পাওয়া গেল শিখর ধাওয়ানকে। টিম ইন্ডিয়ার বাঁ-হাতি ওপেনার ঘোড়া ছোটালেন। টুইটারে ধাওয়ান লিখলেন যে, তিনি ঘোড়া চালানো শিখছেন। ধাওয়ান সবসময় খোলামেলা মেজাজেই নিজেকে ধরা দেন। ক্রিকেটের বাইরে সময় কাটানোর জন্য নিত্য়নতুন রাস্তা খুঁজে নেন গব্বর। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে ধাওয়ানই হতে চলেছেন কোহলির অন্যতম সেরা যোদ্ধা।