শচীন বরাবরই স্পোর্টস কারের ভক্ত। হাই-স্পিড গাড়ি ছোটাতে ভালবাসেন মাস্টারব্লাস্টার। এই মুহূর্তে বিখ্যাত জার্মান গাড়ি প্রস্তুতকারক সংস্থা বিমডব্লিউ-র সঙ্গে যুক্ত তিনি। বিএমডব্লিউ এনডোর্স করেন তিনি। ফলে শচীনের গ্যারেজে রয়েছে একাধিক বিএমডব্লিউ। এর মধ্যে শচীনের পছন্দের তালিকায় রয়েছে বিএমডব্লিউ আই এইট কুপ। ভারতীয় মুদ্রায় প্রায় তিন কোটি টাকার কাছাকাছি এই গাড়ির দাম। সদ্য়ই ভারতীয় বাজারে এসেছে বিএমডব্লিউ এমটু। সেই গাড়িরই একটু অন্যভাবে প্রমোশন করলেন শচীন। কিংবদন্তি ভারতীয় ক্রিকেটারের সঙ্গে ছিলেন ইউটিউবার ও উদ্যেগপতি প্রণব পানপালিয়া।
অন্যদিকে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে অন্য মেজাজে পাওয়া গেল শিখর ধাওয়ানকে। টিম ইন্ডিয়ার বাঁ-হাতি ওপেনার ঘোড়া ছোটালেন। টুইটারে ধাওয়ান লিখলেন যে, তিনি ঘোড়া চালানো শিখছেন। ধাওয়ান সবসময় খোলামেলা মেজাজেই নিজেকে ধরা দেন। ক্রিকেটের বাইরে সময় কাটানোর জন্য নিত্য়নতুন রাস্তা খুঁজে নেন গব্বর। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে ধাওয়ানই হতে চলেছেন কোহলির অন্যতম সেরা যোদ্ধা।