Advertisment

কলকাতাতেই এবার আইলিগ, সংক্ষিপ্ত হবে সব টুর্নামেন্টই

কেন্দ্রীয় ছাড়পত্র পেলেই নভেম্বরে আইলিগ শুরু হতে চলেছে। যোগ্যতা নির্ণায়ক রাউন্ড শুরু হওয়ার কথা সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে। এদিন ফেডারেশন প্রেস বিবৃতিতে জানায় এই কথা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

চলতি বছরে আইলিগ ও আইলিগের দ্বিতীয় ডিভিশনের খেলা হবে কলকাতাতে। কোভিড সতর্কতা মেনেই এই ম্যাচগুলো আয়োজন করা হবে। এমনটাই জানিয়ে দিল ফেডারেশন। শুক্রবার লিগ কমিটির সদস্যরা ভার্চুয়ালি সভার আয়োজন করে। সভাপতিত্ব করেন ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত। সেখানেই ঠিক হয়, কলকাতায় ম্যাচ আয়োজনের বিষয়টি।

Advertisment

কেন্দ্রীয় ছাড়পত্র পেলেই নভেম্বরে আইলিগ শুরু হতে চলেছে। যোগ্যতা নির্ণায়ক রাউন্ড শুরু হওয়ার কথা সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে। এদিন ফেডারেশন প্রেস বিবৃতিতে জানায়, পরিকাঠামোর কথা বিবেচনা করে আইলিগ ও দ্বিতীয় ডিভিশনের কোয়ালিফায়ার আয়োজন করবে আইএফএ। আইলিগের দ্বিতীয় ডিভিশনের কোয়ালিফিকেশন রাউন্ড খেলা আসলে আইলিগের ড্রেস রিহার্সাল। এমনটাই জানাচ্ছে এআইএফএফ।

আরও পড়ুন

ভারতীয় ক্রিকেটে এবার কোচ হচ্ছেন যুবরাজ! বড় খবর আইপিএলের আগেই

কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত পেলেই দুই টুর্নামেন্টের সূচি চূড়ান্ত করে ফেলা হবে। ফেডারেশনের অন্যতম শীর্ষ কর্তা সুব্রত দত্ত বলেন, "আইলিগের কমিটি ইতিমধ্যেই সুরক্ষাবিধি তৈরি করে ফেলেছে। সেই নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। কারণ ফুটবলার ও কর্তাদের নিরাপত্তার দায়িত্ব ফেডারেশন ও সংশ্লিষ্ট রাজ্য সংস্থার।"

এদিকে, ফেডারেশনের সাধারণ সচিব কুশল দাস জানিয়েছেন সংক্রমণের পরিস্থিতিতে লিগ সংক্ষিপ্ত করে আয়োজন করা হবে। "গোটা বিশ্বজুড়েই ফুটবল লিগ কাটছাঁট করা হয়েছে। আইলিগ ও আইএসএলেও এমনটা দেখা যেতে পারে। একটি ভেন্যুতে লিগ আয়োজন করা মোটেই সহজ নয়। আমাদের যুক্তিপূর্ণভাবে সমস্ত বিষয় খতিয়ে দেখতে হবে।",বলছেন কুশল দাস।

Read the full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Football
Advertisment