/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/07/Richard-towa-gokulam.jpg)
টানা দু-বার আইলিগ চ্যাম্পিয়ন হওয়ার বিরল নজির গড়েছে গোকুলাম কেরালা। নতুন চ্যালেঞ্জের খোঁজে ক্লাব ছেড়েছেন ইতালিয়ান ভিনসেঞ্জ আলবার্তো এনেস। এবার তাঁর জায়গায় গোকুলাম নতুন কোচ হিসেবে নিয়ে এল রজার মিল্লার ক্যামেরুনের বিখ্যাত কোচ রিচার্ড টোয়াকে।
ক্যামেরুনের জাতীয় দলের প্রাক্তন তারকা টোয়া উয়েফা প্রো লাইসেন্সধারী কোচ। খেলোয়াড়ি কেরিয়ারে ১৩টি ম্যাচ খেলেছেন ক্যামেরুনের হয়ে। ১৯৯০-এ ফিফা ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাইং পর্বে ক্যামেরুনকে বিশ্বকাপের মূল পর্বে তুলতে সাহায্য করেন। যদিও চোটের কারণে বিশ্বকাপে সেবার খেলা হয়নি টোয়ার।
আরও পড়ুন: বুন্দেশলিগা জয়ী সুপার স্ট্রাইকার এবার মার্কি হিসাবে ISL-এ! ঘুম উড়বে ডিফেন্ডারদের
প্লেয়ার হিসাবে অধিকাংশ সময়ই কাটিয়েছেন বুন্দেশলিগার দ্বিতীয় ডিভিশনের একাধিক ক্লাবে (ফরচুনা কোলন, ফরচুনা ডুসেলদর্ফ) খেলে। বুটজোড়া তুলে রাখার পর জার্মানিতেই কোচিং জীবন শুরু করেন। সেখান থেকেই উয়েফা প্রো লাইসেন্স প্রাপ্তি। বুন্দেশলিগারএকাধিক ক্লাবে কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে ৫২ বছরের এই কোচের। কোচের দায়িত্ব পালন করেছেন ফরচুনা ডুসেলদর্ফ, আলোমানিয়া আচেন, উয়েরডিঙেন, স্পোর্টস ফিউয়েন্দে সেইগেন-এর মত দ্বিতীয় ডিভিশনের একাধিক ক্লাবে।
⚡Malabar has a new Gaffer⚡
Malabarians have signed German-Cameroon national Towa Richard as the head coach of the senior men's team. Let's welcome Mr. Richard to Malabar. #GKFC#Malabarians#ILeaguepic.twitter.com/12Wm0CRf1w— Gokulam Kerala FC (@GokulamKeralaFC) July 5, 2022
২০১০-এ ক্যামেরুনের অনুর্দ্ধ-১৭ দলের কোচ হন টোয়া। এরপরে ক্যামেরুনের একাধিক ক্লাবে কোচিংয়ের পর ২০১৬-১৭ মরশুমে ক্যামরুনের জাতীয় দলের কোচিং স্টাফে যোগ দেন। পরে জাতীয় দলের অনুর্দ্ধ-২৩ ব্রিগেডের দায়িত্বে তিন বছর কাটান।
ভারতে কোচিং করতে আসার আগে ২০১৮-য় ক্যামেরুনের প্ৰথম ডিভিশনের ড্রাগন ক্লাবের ম্যানেজার হয়েছিলেন। তারপর ক্যামরুনের লিগেই ফেটচু, ইউনিয়ন দৌয়ালা কোচিং করিয়েছেন।