ভূস্বর্গ জয় মোহনবাগানের! ডিপান্ডা ডিকার গোলে সবুজ-মেরুন ১-০ হারাল রিয়াল কাশ্মীরকে। মঙ্গলবার শ্রীনগরের টিআরসি টার্ফ গ্রাউন্ড থেকে তিন পয়েন্ট ছিনিয়ে আনল শঙ্করলাল চক্রবর্তীর শিষ্য়রা। এই জয়ের সুবাদে লিগ টেবিলে দু’নম্বরে চলে আসল গঙ্গাপারের শতাব্দী প্রাচীন ক্লাব। চার ম্যাচে বাগানের সংগ্রহে আট পয়েন্ট। মোহনবাগানের থেকে পাঁচ পয়েন্টে এগিয়ে চেন্নাই সিটি এফসি এক নম্বরে। এক ম্যাচ বেশি খেলেছে তারা।
একাধিক সুযোগ নষ্ট আর ব্যর্থ হেডারেও ম্যাচটা ছিল উত্তেজনাপূর্ণ। খেলার গতিপ্রকৃতি দেখে মনে হচ্ছিল যে, শেষ পর্যন্ত গোলশূন্য ভাবেই শেষ হতে পারে। কিন্তু ৭০ মিনিটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বাগানের গোলমেশিন ডিপান্ডা ডিকা। ক্যামেরুনের স্ট্রাইকারকে গোলটা সাজিয়ে দিয়েছিলেন হেনরি কিসেকা। কাশ্মীরের সেন্টার-ব্যাক ম্যাসন রবার্টসনকে গতিতে পরাস্ত করা কিসেকার ক্রস পৌঁছে গিয়েছিল অরক্ষিত ডিকার কাছে। গোলমুখী ডিকা হেড করে গোল করতে কোনও ভুল করলেন না। আর এই গোলই জয়ের ঠিকানা লিখে দেয় বাগানের জন্য। শ্রীনগরের তাপমাত্র প্রায় ১২ ডিগ্রির কাছাকাছি। ম্যাচের ২৪ ঘণ্টা আগে শঙ্করলাল বলেছিলেন যে, এত ঠান্ডায় কখনও খেলেননি তিনি। সিন্থেটিক টার্ফ আর ঠান্ডার সঙ্গে লড়েই তিন পয়েন্ট তুলে নিতে চান বলে জানিয়েছিলেন শঙ্করলাল। বাস্তবে সেটাই করে দেখালেন।
আরও পড়ুন: মোহনবাগান নিয়ে গর্ব করে এই পাড়া
রিয়াল কাশ্মীর এবারের অভিযানে শুরুটা দুর্দান্ত করেছিল। গতবারের চ্যাম্পিয়ন মিনার্ভা পাঞ্জাবকে হারিয়ে দিয়েছিল তারা। এরপর কাশ্মীরিরা চার্চিল ব্রাদার্সের সঙ্গে গোলশূন্য ড্র করে। এই মুহূর্তে ১১ দলের এই প্রতিযোগিতায় রিয়াল কাশ্মীর আটে। কাশ্মীর এখন টানা তিন ম্যাচেই ঘরের মাটিতে খেলবে। আগামী রবিবার যুবভারতীতে মোহনবাগান নামবে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে।