/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/lionel-messi.jpg)
মেসির উত্থান দেখেছেন নিজের চোখে। তর্কাতীতভাবে সর্বকালের সেরা ফুটবলারের সান্নিধ্য পেয়েছেন। লিওনেল মেসির সেই পরিচিত কোচ এডগার্ডো মালভেসটিটি এবার পাড়ি জমালেন ভারতে। দুবারের আইলিগ চ্যাম্পিয়ন দলের দায়িত্ব নিচ্ছেন বিখ্যাত আর্জেন্টাইন কোচ। দীর্ঘদিন ধরে মালভেসটিটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছিলেন চার্চিল আলেমাওরা। ছয় মাস পরে অবশেষে গোয়ার নামি ক্লাবে কোচিং করানোয় সবুজ সংকেত দিলেন আর্জেন্টাইন বস।
লাতিন আমেরিকান ফুটবলে মালভেসটিটির ডাকনাম 'দ্য প্রোফেসর'। সেই প্রোফেসর-ই এবার চার্চিলের হারানো গৌরব ফিরিয়ে দেওয়ার দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন: মোহনবাগান ছাড়লেন জাতীয় দলে খেলা তারকা! ISL কাঁপাবেন নক্ষত্রখচিত ক্লাবে
বার্সেলোনায় পাড়ি জমানোর আগে রোজারিওর ছোট্ট মেসি খেলতেন নেওয়েল ওল্ড বয়েজ ক্লাবে। সেখান থেকেই উত্থান। তারপর বার্সেলোনায় কিংবদন্তি স্ট্যাটাস পাওয়া। পিএসজিতে থাকাকালীন বিশ্বকাপ জয়। এবং প্রাক অবসর-কেরিয়ারে মেসি নাম লিখিয়েছেন মেজর লিগ সকারের ইন্টার মায়ামিতে।
"On Maradona's debut for Newell's, they brought out a 6-year old kid at half-time to do tricks for the crowd. That kid was Lionel Messi" - @jonawils
pic.twitter.com/OmK3PY2iMA — Newell's Old Boys - English (@Newells_en) November 27, 2020
আর মেসির উত্থানের সময়েই নেওয়েল ওল্ড বয়েজ ক্লাবের যুব দলের কোচ ছিলেন চার্চিলের বর্তমান বস মালভেসটিটি। দুটো স্পেলে মেসির শৈশবের সেই ক্লাবে ছয় বছর যুব দলের দায়িত্ব পালন করেছেন। বছর দুয়েক আগে নেওয়েল ওল্ড বয়েজ-এ হেড কোচ ফার্নান্দো গাম্বোয়ার সহকারী হিসাবেও এক মরশুম কাটিয়েছেন। নেওয়েল-এ সহকারী কোচের ভূমিকা পালন করার ঠিক এক বছর পরেই মেসির শহর রোজারিও-র অন্য এক বিখ্যাত ক্লাব সেন্ট্রাল কর্ডোবার দায়িত্ব সামলেছেন। চার্চিলের কোচ হওয়ার আগে পেরুর শীর্ষ লিগের ক্লাব দিপর্তিভো ক্যান্টলাও-য়ের ম্যানেজার ছিলেন।
৫৩ বছরের আর্জেন্টাইন কোচ শুধু নিজের দেশেই কোচিং করাননি। বলিভিয়া, পেরু, এল সালভাদরের শীর্ষস্থানীয় লিগেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। কোচিং কেরিয়ারে সাফল্যও কম নয় তাঁর। বলিভিয়ান লিগ যেমন জিতেছেন। তেমন এরোসুয়ার কাপ জয় করেছেন। লাতিন আমেরিকার বিখ্যাত ক্লাব টুর্নামেন্ট কোপা সুদামেরিকানায় খেলার যোগ্যতা অর্জন করেছেন।
চার্চিল গত আইলিগে ১২ দলের মধ্যে ষষ্ঠস্থানে ফিনিশ করেছিল। ২০২১/২২ সিজনে চার্চিলকে রানার্স আপ করা আন্তোনিও রুয়েদাকে ধরে রেখেই গত মরশুমে আইলিগে নেমেছিল চার্চিল। তবে একগুচ্ছ চোট-আঘাতে জর্জরিত হতে রুয়েদা ক্লাবের দায়িত্ব ছাড়েন মাঝপথে। ফার্নান্দো স্যান্টিয়াগো ভ্যারেলাকে শেষমেশ ক্লাবে দায়িত্ব সামলাতে হয়। তবে তিনিও মরশুমের শেষ পর্যন্ত থাকতে পারেননি। সহকারী কোচ ম্যাতিয়াস কোস্টা মরশুম ফিনিশ করেন কোচের হটসিটে।
এবার আর্জেন্টিনার বিখ্যাত কোচের সান্নিধ্যে আইলিগ কাঁপাতে পারবে চার্চিল? সময়ই বলবে!