Advertisment

আমি বাসে থাকি,আমার কোনও বাড়ি নেই: ধোনি

আপাতত ক্রিকেট থেকে সাময়িক অবসরে মহেন্দ্র সিং ধোনি। চলতি বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষবার ওয়ান-ডে ম্যাচে দেশের জার্সিতে দেখা গিয়েছিল দেশের বিশ্বকাপ জয়ী অধিনায়ককে।

author-image
IE Bangla Web Desk
New Update
MS Dhoni

মহেন্দ্র সিং ধোনি (এক্সপ্রেস ফটো)

আপাতত ক্রিকেট থেকে সাময়িক অবসরে মহেন্দ্র সিং ধোনি। চলতি বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষবার ওয়ান-ডে ম্যাচে দেশের জার্সিতে দেখা গিয়েছিল দেশের বিশ্বকাপ জয়ী অধিনায়ককে। ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ ম্যাচে নতুনদের সুযোগ দেওয়ার জন্য ধোনিকে বাদ দেন নির্বাচকরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান-ডে সিরিজে ফের দেশের জার্সিতে দেখা যাবে মাহিকে।

Advertisment
View this post on Instagram

Main bus me hi rehta hoon ???? #Msdhoni

A post shared by Sakshi Singh Dhoni FC ???? (@_sakshisingh_r) on


কন্যা জিভার সঙ্গে ভিডিও পোস্ট করে বা কাবাডির কোর্টে বিজ্ঞাপনী শ্যুটিং করেই খবরে আসেন ধোনি। এবার একটি ছোট্ট ফ্যানের সঙ্গে ধোনির ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে ধোনি একটি ভ্যানিটি ভ্যানের মধ্যে বাচ্চাটিকে কোলে নিয়ে কথা বলছেন। ওই বাচ্চাটি ধোনিকে জিজ্ঞাসা করে, কোথায় থাকেন তিনি? উত্তরে ধোনি বলেন, “আমি বাসে থাকি, আমার কোনও বাড়ি নেই।”

আরও পড়ুন: ভাইরাল ভিডিও: মেয়ের কাছে নাচের তালিম নিচ্ছেন ধোনি

ঘরোয়া ক্রিকেট না-খেলার জন্য প্রাক্তন ক্রিকেটাররা ধোনির সমালোচনা করেছিলেন। দেশের প্রথম বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন কিন্তু ধোনির ভূয়সী প্রশংসা করেছেন। ইন্ডিয়া টুডে-কে কপিল জানিয়েছেন, “ভারতে ধোনির মতো কোনও ক্রিকেটার জন্মায়নি। ৯০টি টেস্ট খেলে ও তরুণদের সুযোগ করে দিয়েছে। ওকে আমার কুর্ণিশ। নিজের আগে দেশের কথা ভেবেছে ধোনি।” অন্যদিকে সদ্যসমাপ্ত আইপিএল টুয়েলভের নিলামে ধোনির চেন্নাই সুপার কিংস ফের দলে নিয়েছে মোহিত শর্মাকে। পাঁচ কোটি টাকায় তাঁকে কিনেছে ইয়েলো আর্মি।

BCCI MS DHONI
Advertisment