Advertisment

বাংলাদেশের বিরুদ্ধে ফ্য়ানেদের যুবভারতী ভরানোর আবেদন স্টিম্য়াচের

আগামী ১৫ অক্টোবর সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে বাংলাদেশের বিরুদ্ধে ২০২২ বিশ্বকাপ কোয়ালিফায়ারের তৃতীয় ম্য়াচ খেলবে সুনীল ছেত্রী অ্যান্ড কোং। ফুটবল পাগল শহর ভারতের জন্য় গলা ফাটাক। এমনটাই চাইছেন স্টিম্য়াচ।

author-image
IE Bangla Web Desk
New Update
I WANT TO SEE A FULL HOUSE IN KOLKATA, MENTIONS STIMAC

বাংলাদেশের বিরুদ্ধে ফ্য়ানেদের যুবভারতী ভরানোর আবেদন স্টিম্য়াচের (ছবি-টুইটার/এআইএফএফ)

গত মঙ্গলবার কাতারকে রুখে দিয়েছে ইগর স্টিম্য়াচের ভারত। আগামী ১৫ অক্টোবর সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে বাংলাদেশের বিরুদ্ধে ২০২২ বিশ্বকাপ কোয়ালিফায়ারের তৃতীয় ম্য়াচ খেলবে সুনীল ছেত্রী অ্যান্ড কোং। ফুটবল পাগল শহর ভারতের জন্য় গলা ফাটাক। এমনটাই চাইছেন স্টিম্য়াচ। দোহা থেকে জানিয়ে দিলেন কিংবদন্তি ক্রোট ফুটবলার ও ভারতের হেড স্যার

Advertisment

এআইএফএফ-এর ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে এমনটাই বলা হয়েছে। সুনীলদের কোচ বলছেন, "কাতারের বিরুদ্ধে আমাদের পারফরম্য়ান্সের দেখেছেন ফ্য়ানেরা। আমাদের পরের হোম ম্য়াচে তাঁদের আমন্ত্রণ জানাচ্ছি। কলকাতার মানুষের ফুটবল নিয়ে একটা আলাদা আবেগ আছে। সেকথা আমি শুনেছি। আমি চাই বাংলাদেশ ম্য়াচে তাঁরা যুবভারতী ক্রীড়াঙ্গন ভরিয়ে দিক। ফ্য়ানেরাই হবেন আমাদের দ্বাদশ খেলোয়াড়। আমরা সেটার দাবিদার। আমি আশা করছি তাঁদের উপস্থিতিতে তিন পয়েন্ট তুলে আনতে পারব।"

আরও পড়ুন: তে-কাঠির নিচে আগুন জ্বালালেন গুরপ্রীত, কাতারকে রুখে কী বলছেন দেশের নায়ক?

দোহাতে ভারতীয় ফ্য়ানেদের সমর্থন দেখে মুগ্ধ হয়েছিলেন কাতার ম্য়াচের নায়ক গুরপ্রীত সিং সান্ধু। তিনি সমর্থকদের ধন্য়বাদ জানিয়ে বলেছিলেন, “মনেই হচ্ছিল না, দেশের বাইরে খেলছি। অসাধারণ সমর্থন পেয়েছি। আমাদের প্রতি মুহূর্তে ওনারা চিয়ার করেছেন।”

দোহাতে সন্দেশ ঝিঙ্গামের নেতৃত্বে টিম ইন্ডিয়া 'ভাইকিং থান্ডারক্ল্য়াপ' করেছিল। ২০১৬ ইউরো কাপে আইসল্য়ান্ড এই সেলিব্রেশন আমদানি করেছিল। এরপরেই বিশ্ব ফুটবলে 'ভাইকিং'/ 'ভলক্য়ানো' ক্ল্য়াপ অত্য়ন্ত জনপ্রিয় হয়ে যায়।

Sunil Chhetri AIFF
Advertisment