New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/team-india-injury.jpeg)
Cricket-Ranking: ভারতীয় দলের খেলোয়াড়রা। (টুইটার)
Cricket-Ranking: ভারতীয় দলের খেলোয়াড়রা। (টুইটার)
ICC ODI Rankings, Virat Kohli, Shubman Gill, Rohit Sharma: একদিনের ক্রিকেটে আইসিসির তালিকায় বিশ্বের সেরা দুই নম্বর ব্যাটারের স্থানে উঠে এলেন রোহিত শর্মা। তৃতীয় স্থান পেলেন শুভমান গিল। চতুর্থ স্থান পেলেন বিরাট কোহলি। তিনি আগের তালিকাতেও চতুর্থ স্থানেই ছিলেন। ফলে, বিরাট নিজের স্থান ধরে রাখলেন। বোলিংয়ে প্রথম স্থান পেলেন দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড। তৃতীয় স্থান পেলেন অ্যাডাম জাম্পার। চতুর্থ স্থান পেলেন ভারতের কুলদীপ যাদব।
তার মধ্যেই ব়্যাংঙ্কিয়ে অবনমন ঘটল শুভমান গিলের। তিনি শেষ প্রকাশিত ব়্যাংঙ্কিয়ের তালিকায় ছিলেন একনম্বর স্থানে। সেখান থেকে নেমে এলেন তিন নম্বরে। বোলিংয়ে আবার প্রথম চারে রয়েছেন মাত্র একজন ভারতীয়। তিনি হলেন কুলদীপ যাদব। তা-ও কুলদীপ রয়েছেন চতুর্থ স্থানে। একনম্বর স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড, তৃতীয় স্থানে অ্যাডাম জাম্পার। টেকার পেসার জসপ্রিত বুমরাহ তালিকায় অষ্টম স্থানে এবং মহম্মদ সিরাজ নবম স্থানে নেমে গিয়েছেন। সিরাজের সঙ্গে নবম স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট।
সম্প্রতি শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার কাছে ভারতীয় দল ২-০ ব্যবধানে হেরেছে। তাতেও কিন্তু, ভারত অধিনায়ক রোহিত শর্মা ৫২.৩৩ গড়ে ১৫৭ রান করেছেন। আইসিসির তালিকায় বিশ্বের একনম্বর ব্যাটসম্যানের আসনে রয়েছেন পাকিস্তানের বাবর আজম। তালিকায় থাকা অন্য ভারতীয় খেলোয়াড়দের মধ্যে শ্রেয়স আইয়ার রয়েছেন ১৬তম স্থানে। কেএল রাহুল একস্থান নেমে রয়েছেন ২১তম স্থানে। ১২তম স্থানে রয়েছেন সিনিয়র পেসার মহম্মদ শামি। ৩৩ বছর বয়সি শামি বর্তমানে গোড়ালিতে অস্ত্রোপচারের পরে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে ফিরে গিয়েছেন। তিনি বর্তমানে জাতীয় দলে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগামী মাসে চেন্নাই এবং কানপুরে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে শামি জাতীয় দলে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন- ‘গণহত্যার দায় এড়াতে পারে না ও…’ বিতাড়িত সাংসদকে পাকিস্তানে খেলার অনুমতি দিল স্বাধীন বাংলাদেশ
ভারতীয়দের মধ্যে রবীন্দ্র জাদেজা অলরাউন্ডারদের বিভাগে ১৬তম স্থানে রয়েছেন। হার্দিক পান্ডিয়া চার ধাপ নেমে রয়েছেন ২৬তম স্থানে। ওয়াশিংটন সুন্দর শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডেতে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী। তিনি ৩ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। যার জেরে ১০ ধাপ বেড়ে তিনি উঠেছেন ৮৭তম স্থানে। টিমগত তালিকায় ভারত ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে একদিনের ম্যাচে তালিকায় শীর্ষস্থানে রয়েছে। তালিকায় অস্ট্রেলিয়া ১১৬ রেটিং পয়েন্ট পেয়ে রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের রেটিং পয়েন্ট ১১২।