Advertisment

Under 19 Womens T20 World Cup 2025: টি২০ বিশ্বকাপের সূচি ঘোষণা আইসিসির, ভারতের গ্রুপে কোন কোন দল, মিলিয়ে নিন একনজরে

Under 19 Womens T20 World Cup 2025 Schedule: কবে কোথায় টিম ইন্ডিয়ার ম্যাচ, জেনে নিন পূর্ণাঙ্গ সূচি

author-image
IE Bangla Sports Desk
New Update
Under 19 Womens T20 World Cup, 2025 Schedule, অনূর্ধ্ব ১৯ মহিলা টি২০ বিশ্বকাপ, সূচি

Under 19 Womens T20 World Cup 2025-Schedule: মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৫-এর সূচি প্রকাশ করা হয়েছে। (ছবি- আইসিসি)

Under 19 Womens T20 World Cup 2025 Fixtures: রবিবার (১৮ আগস্ট) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৫-এর সূচি প্রকাশ করেছে। টুর্নামেন্টটি ১৮ জানুয়ারি, ২০২৫ থেকে শুরু হবে। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা এবং আয়োজক মালয়েশিয়ার সঙ্গে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতকে গ্রুপ এ-তে রাখা হয়েছে। ২০২৩ সালে উদ্বোধনী মরসুমের মতো, ১৬টি দল এই ৪১ ম্যাচের টুর্নামেন্টে অংশগ্রহণ করবে এবং ২ ফেব্রুয়ারি ফাইনালের মাধ্যমে শেষ হবে।

Advertisment

অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৫-এর ম্যাচগুলি মালয়েশিয়ার চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সেলাঙ্গরের বিউমাস ওভালে গ্রুপ এ-এর সব ম্যাচ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে। জোহরের দাতো ড. হারজিত সিং জোহর ক্রিকেট একাডেমি (জেসিএ ওভাল) গ্রুপ বি ম্যাচগুলো আয়োজন করবে। সারাওয়াকের বোর্নিও ক্রিকেট গ্রাউন্ড হবে গ্রুপ সি ম্যাচের ভেন্যু এবং সেলাঙ্গরের ইউকেএম ওয়াইএসডি ওভাল- গ্রুপ ডি ম্যাচের আয়োজন করবে।

কোন দল কোন গ্রুপে

নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফ্রিকা কোয়ালিফায়ারের সঙ্গে গ্রুপ সি-তে রয়েছে সামোয়া। এই দল যে কোনও বয়সের গ্রুপে প্রথম বিশ্বকাপ খেলবে। বি গ্রুপে ইংল্যান্ড রয়েছে, যারা ২০২৩ সালে ফাইনালে হেরেছিল। তার সঙ্গে আছে পাকিস্তান, আয়ারল্যান্ড ও আমেরিকা। গ্রুপ ডি-তে অস্ট্রেলিয়া, বাংলাদেশ এবং স্কটল্যান্ডের সঙ্গে এশিয়া কোয়ালিফায়ার দল খেলবে।

গ্রুপ এ: ভারত, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া।

গ্রুপ বি: ইংল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র।

গ্রুপ সি: নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফ্রিকা কোয়ালিফায়ার, সামোয়া।

গ্রুপ ডি: অস্ট্রেলিয়া, বাংলাদেশ, এশিয়া কোয়ালিফায়ার, স্কটল্যান্ড।

টুর্নামেন্টের প্রথম দিনে ছয়টি ম্যাচ

‘এ’ গ্রুপে রয়েছে ভারত, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও মালয়েশিয়া। মালয়েশিয়াও প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। টুর্নামেন্টের প্রথম দিনে ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সকালে, অস্ট্রেলিয়া বনাম স্কটল্যান্ড, ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ড এবং সামোয়া মুখোমুখি হবে আফ্রিকা কোয়ালিফায়ারের। এরপর বিকেলে হবে পাকিস্তান-আয়ারল্যান্ড, বাংলাদেশ বনাম এশিয়া কোয়ালিফায়ার এবং নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারত। টুর্নামেন্ট শুরুর আগে ১৩ থেকে ১৬ জানুয়ারির মধ্যে ১৬টি অনুশীলন ম্যাচ অনুষ্ঠিত হবে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৫-এর সময়সূচি

১৮ জানুয়ারি: অস্ট্রেলিয়া বনাম স্কটল্যান্ড, ইউকেএম ওয়াইএসডি ওভাল

১৮ জানুয়ারি: ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ড, জেসিএ ওভাল, জোহর

১৮ জানুয়ারি: সামোয়া বনাম আফ্রিকা কোয়ালিফায়ার, সারাওয়াক ক্রিকেট গ্রাউন্ড

১৮ জানুয়ারি: বাংলাদেশ বনাম এশিয়া কোয়ালিফায়ার, ইউকেএম ওয়াইএসডি ওভাল

১৮ জানুয়ারি: পাকিস্তান বনাম মার্কিন যুক্তরাষ্ট্র, জেসিএ ওভাল, জোহর

১৮ জানুয়ারি: নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, সারাওয়াক ক্রিকেট গ্রাউন্ড

জানুয়ারি ১৯: শ্রীলঙ্কা বনাম মালয়েশিয়া, বিউমাস ওভাল

জানুয়ারি ১৯: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, বিউমাস ওভাল

জানুয়ারি ২০: অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ, ইউকেএম ওয়াইএসডি ওভাল

২০ জানুয়ারি: আয়ারল্যান্ড বনাম মার্কিন যুক্তরাষ্ট্র, জেসিএ ওভাল, জোহর

২০ জানুয়ারি: নিউজিল্যান্ড বনাম আফ্রিকা কোয়ালিফায়ার, সারাওয়াক ক্রিকেট গ্রাউন্ড

২০ জানুয়ারি: স্কটল্যান্ড বনাম এশিয়া কোয়ালিফায়ার, ইউকেএম ওয়াইএসডি ওভাল

জানুয়ারি ২০: ইংল্যান্ড বনাম পাকিস্তান, জেসিএ ওভাল, জোহর

২০ জানুয়ারি: দক্ষিণ আফ্রিকা বনাম সামোয়া, সারাওয়াক ক্রিকেট গ্রাউন্ড

জানুয়ারি ২১: ওয়েস্ট ইন্ডিজ বনাম শ্রীলঙ্কা, বিউমাস ওভাল

২১ জানুয়ারি: ভারত বনাম মালয়েশিয়া, বিউমাস ওভাল

২১ জানুয়ারি: বাংলাদেশ বনাম স্কটল্যান্ড, ইউকেএম ওয়াইএসডি ওভাল

জানুয়ারি ২২: ইংল্যান্ড বনাম মার্কিন যুক্তরাষ্ট্র, জেসিএ ওভাল, জোহর

২২ জানুয়ারি: নিউজিল্যান্ড বনাম সামোয়া, সারাওয়াক ক্রিকেট গ্রাউন্ড

২২ জানুয়ারি: অস্ট্রেলিয়া বনাম এশিয়া কোয়ালিফায়ার, ইউকেএম ওয়াইএসডি ওভাল

জানুয়ারি ২২: পাকিস্তান বনাম আয়ারল্যান্ড, জেসিএ ওভাল, জোহর

২২ জানুয়ারি: দক্ষিণ আফ্রিকা বনাম আফ্রিকা কোয়ালিফায়ার, সারাওয়াক ক্রিকেট গ্রাউন্ড

২৩ জানুয়ারি: মালয়েশিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ, বিউমাস ওভাল

২৩ জানুয়ারি: ভারত বনাম শ্রীলঙ্কা, বিউমাস ওভাল

২৪ জানুয়ারি: বি৪ বনাম সি৪, জেসিএ ওভাল, জোহর

২৪ জানুয়ারি: এ৪ বনাম ডি৪, জেসিএ ওভাল, জোহর

২৫ জানুয়ারি: সুপার সিক্স – বি২ বনাম সি৩, ইউকেএম ওয়াইএসডি ওভাল

২৫ জানুয়ারি: সুপার সিক্স – বি১ বনাম সি২, সারাওয়াক ক্রিকেট গ্রাউন্ড

২৫ জানুয়ারি: সুপার সিক্স - এ৩ বনাম ডি১, ইউকেএম ওয়াইএসডি ওভাল

২৫ জানুয়ারি: সুপার সিক্স – সি১ বনাম বি৩, সারাওয়াক ক্রিকেট গ্রাউন্ড

২৬ জানুয়ারি: সুপার সিক্স - এ২ বনাম ডি৩, বিউমাস ওভাল

26 জানুয়ারি: সুপার সিক্স – এ১ বনাম ডি২, বিউমাস ওভাল

২৭ জানুয়ারি: সুপার সিক্স – বি১ বনাম সি৩, সারাওয়াক ক্রিকেট গ্রাউন্ড

২৮ জানুয়ারি: সুপার সিক্স - এ৩ বনাম ডি২, বিউমাস ওভাল

২৮ জানুয়ারি: সুপার সিক্স – সি১ বনাম বি২, সারাওয়াক ক্রিকেট গ্রাউন্ড

২৮ জানুয়ারি: সুপার সিক্স – এ১ বনাম ডি৩, বিউমাস ওভাল

জানুয়ারি ২৯: সুপার সিক্স – সি২ বনাম বি৩, ইউকেএম ওয়াইএসডি ওভাল

জানুয়ারি ২৯: সুপার সিক্স – এ২ বনাম ডি১, ইউকেএম ওয়াইএসডি ওভাল

৩১ জানুয়ারি: সেমিফাইনাল ১, বিউমাস ওভাল

৩১ জানুয়ারি: সেমিফাইনাল ২, বিউমাস ওভাল

২ ফেব্রুয়ারি: ফাইনাল, বিউমাস ওভাল

সেমিফাইনালের জন্য ১ ফেব্রুয়ারি এবং ফাইনালের জন্য ৩ ফেব্রুয়ারি রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে।

T20 World Cup Cricket News T20 ICC Cricket World Cup Cricket World Cup Indian Cricket Team
Advertisment