ভারত পাকিস্তানে খেলতে যাওয়া নিয়ে ক্রমাগত আপত্তি জানিয়েছে। নিজেদের অবস্থানেই অনড় রয়েছে টিম ইন্ডিয়া। সেই বিষয়েই মুখ খুললেন এবার শাহিদ আফ্রিদি। সামা টিভিকে আফ্রিদি জানিয়ে দিয়েছেন, "নিজের পায়ে দাঁড়িয়ে দৃঢ় গলায় এমন কথা বলা মোটেই সহজ নয়। ভারত চোখ দেখাচ্ছে, এরকম শক্ত স্ট্যান্স নিচ্ছে, কারণ ওঁরা সেই ক্ষমতা অর্জন করেছে। তাই ওঁরা এরকম কথা বলতে পারছে সাহসের সঙ্গে। দিনের শেষে পুরোটাই নির্ভর করে কে কতটা শক্তিশালী, এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার ওপর।"
সম্প্রতি পাক ক্রিকেট বোর্ডে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচকের ভূমিকা পালন করেছেন। তিনি জানিয়েছেন, ভারত যদি এভাবেই নিজেদের অবস্থানে স্থির থাকে, তাহলে আইসিসির ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।
বলেছেন, "ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তান আসবে কিনা, সেই সম্পর্কে আমার কোনও ধারণা নেই। আমরাও ওয়ার্ল্ড কাপ কি বয়কট করব? কোনও না কোনও একটা সময়ে নিজেদের স্ট্যান্স নিতেই হবে। এমন অবস্থায় আইসিসির ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আইসিসির এগিয়ে আসা উচিত। তবে একটা কথা বলে দিই, বিসিসিআইয়ের সামনে আইসিসি কিছুই করতে পারবে না।"
কয়েকদিন আগেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক ছিল বাহরিনে। বৈঠকে বিদেশি দলগুলোর নিরাপত্তায় জোর দিয়ে ঘরের মাঠেই এশিয়া কাপ আয়োজনের পক্ষপাতী ছিল পাকিস্তান। এর আগে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মত দল পাকিস্তানে গিয়ে নিরাপদে সফর সমাপ্ত করেছে। ভারতের সঙ্গে আগের মত ক্রিকেট সম্পর্ক স্থাপনেও আগ্রহী পাকিস্তান। তবে বিসিসিআই কোনওভাবেই কোহলিদের পাকিস্তানে পাঠাতে আগ্রহী নয়। বিসিসিআইয়ের তরফে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় সরকারের অনুমতি পাওয়া যাবে না। তাই এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাওয়ার কোনও প্রশ্নই নেই।
ভারত সরকারিভাবে এশিয়া কাপ পাকিস্তানের মাটিতে আয়োজনের বিরোধিতা করতেই পিসিবির তরফে বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়, "এশিয়া ক্রিকেট কাউন্সিল অথবা পাক ক্রিকেট বোর্ডের সঙ্গে কোনওরকম আলোচনা না করেই এমন বিবৃতি দেওয়া হচ্ছে। দীর্ঘমেয়াদি ফলাফল কী হবে, সেই বিষয়ে কোনওরূপ ভাবনা চিন্তা না করেই এসব বলে দেওয়া হচ্ছে।"
Read the full article in ENGLISH