বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের টিকিট পাওয়া যাবে এই দিন থেকে! বড় ঘোষণা করে দিল ICC

বিশ্বকাপের টিকিট বিক্রি নিয়ে বিরাট ঘোষণা আইসিসির

বিশ্বকাপের টিকিট বিক্রি নিয়ে বিরাট ঘোষণা আইসিসির

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বুধবার বড়সড় ঘোষণায় আইসিসির তরফে ভারত-পাক ম্যাচ সহ নয়টি ম্যাচের সূচি বদলের কথা ঘোষণা করেছে। সেইসঙ্গে আইসিসির তরফে টিকিট বিক্রি সংক্রান্ত বিষয়েও স্পষ্ট নির্দেশিকা দেওয়া হল।

Advertisment

আইসিসি নিজেদের মিডিয়া বিবৃতিতে বুধবার অক্টোবর-নভেম্বরের মার্কি ইভেন্টের বিষয়ে লিখে দিল, টিকিটের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে দফায় দফায় টিকিট ছাড়া হবে। জানা যাচ্ছে প্ৰথম পর্যায়ে ২৫ অগাস্ট থেকে টিকিট বিক্রি চালু হবে। তবে প্ৰথম পর্যায়ে ওয়ার্ম আপ ম্যাচের এবং মূল ইভেন্টের ভারতের বাদে বাকি ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে। গুয়াহাটি এবং ত্রিবান্দাম-এ ভারতের ওয়ার্ম আপ ম্যাচের টিকিট অগাস্ট ৩০ থেকে পাওয়া যাবে। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া (চেন্নাই, অক্টোবর ৯), আফগানিস্তান (দিল্লি, অক্টোবর ১১) এবং বাংলাদেশের (পুনে, অক্টোবর ১৯) বিপক্ষে ভারত ম্যাচের টিকিট পাওয়া যাবে ঠিক একদিন পর ৩১ অগাস্ট থেকে।

১ সেপ্টেম্বর থেকে ভারতের যে ম্যাচ গুলির টিকিট পাওয়া যাবে তা হল নিউজিল্যান্ড (ধর্মশালা, অক্টোবর ২২), ইংল্যান্ড (লখনৌ, অক্টোবর ২৯) এবং শ্রীলঙ্কা (মুম্বই, নভেম্বর ২)। গ্রুপ পর্বে ভারতের শেষ দুই ম্যাচ দক্ষিণ আফ্রিকা (কলকাতা, নভেম্বর ৫) এবং নেদারল্যান্ডসের (বেঙ্গালুরু, নভেম্বর ১২) বিপক্ষে। সেপ্টেম্বর ২ তারিখ থেকেই অনলাইনে এই ম্যাচের টিকিট পাওয়া যাবে। ১৪ অক্টোবর ভারত-পাক ম্যাচের টিকিট মিলবে ৩ সেপ্টেম্বর থেকে। সেমিফাইনাল এবং আহমেদাবাদে ফাইনালের টিকিট বিক্রি শুরু হবে সেপ্টেম্বরের ১৫ তারিখ থেকে।

Advertisment

অক্টোবর ৫ থেকে ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। প্ৰথম ম্যাচেই মুখোমুখি ২০১৯-এ শেষ সংস্করণের ফাইনালিস্ট দুই দল ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। এক লাখি স্টেডিয়ামে ধুন্ধুমার টুর্নামেন্টের সূত্রপাত ঘটবে এই ম্যাচের মাধ্যমে। এই স্টেডিয়ামেই ফাইনাল হবে নভেম্বরের ১৯ তারিখ।

ICC Cricket World Cup ICC Cricket World Cup Indian Cricket Team