ICC Chairman Jay Shah: আইসিসি চেয়ারম্যান জয় শাহ মহাকুম্ভ ২০২৫-এ অংশ নিতে প্রয়াগরাজে পৌঁছেছেন জয় শাহ। প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভ ২০২৫-এ অংশ নিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান জয় শাহ পৌঁছেছেন। কুম্ভ মেলা ভারতের অন্যতম বৃহৎ আধ্যাত্মিক সমাবেশ, যেখানে লক্ষ লক্ষ ভক্ত এবং পর্যটক বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সমবেত হন।
জয় শাহ কয়েকদিন আগেও ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছেন। আপাতত তিনি আইসিসি চেয়ারম্যান। মহাকুম্ভে অংশ নিয়ে পবিত্র গঙ্গায় স্নান করেন এবং বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানেও অংশ নিয়েছেন তিনি। জয় শাহ এসেছেন পিতা অমিত শাহ এবং পুরো পরিবারের সঙ্গে। তাঁর নবজাতক পুত্রসন্তানও ছিল তাঁর সঙ্গে।
তাঁকে গেরুয়া বসনেও দেখা গিয়েছে। সফরের সময় তিনি স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং মেলার নিরাপত্তা ও ব্যবস্থাপনা সম্পর্কিত বিষয়ে আলোচনা করেন এমনটাই জানা যাচ্ছে।
এ বছর মহাকুম্ভের আয়োজনকে কেন্দ্র করে উত্তরপ্রদেশ সরকার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। উন্নত নিরাপত্তা ব্যবস্থা, পর্যাপ্ত স্বাস্থ্যসেবা, পানীয় জল ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসন নিরলসভাবে কাজ করছে। সরকারি সূত্র অনুযায়ী, প্রায় ৪০ কোটি ভক্তের সমাগমের প্রত্যাশা করা হচ্ছে, যা মহাকুম্ভকে আরও বিশেষ করে তুলেছে।
জয় শাহর এই ধর্মীয় সফরকে অনেকেই তার সাংস্কৃতিক ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির প্রকাশ হিসেবে দেখছেন। ক্রিকেট জগতের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে তার উপস্থিতি মহাকুম্ভের প্রতি ক্রিকেটপ্রেমী যুবসমাজের আগ্রহ বাড়িয়ে তুলতে পারে বলে মত বিশেষজ্ঞদের।
উল্লেখ্য, মহাকুম্ভ ২০২৫-এ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু-সন্ত, ধর্মগুরু এবং সাধারণ মানুষ ভিড় জমিয়েছেন। কুম্ভের মূল আকর্ষণ হলো গঙ্গায় পবিত্র স্নান, যা পাপমোচনের প্রতীক হিসেবে বিবেচিত হয়। জয় শাহর এই সফর ভারতীয় ক্রীড়া মহলে আলোড়ন সৃষ্টি করেছে এবং ক্রিকেট অঙ্গনের বাইরেও তার উপস্থিতি নিয়ে আলোচনা চলছে।