Advertisment

চ্যাম্পিয়ন্স ট্রফি হাতছাড়া হতে চলেছে পাকিস্তানের! জয় শাহের এক চালেই কাঁদতে বসছে পিসিবি

ফের পাকিস্তানকে নিয়ে আপত্তি ভারতের, হাতছাড়া হবে চ্যাম্পিয়ন্স ট্রফি

author-image
IE Bangla Sports Desk
New Update
jay-shah-pakistan

পাকিস্তানকে বাধা দিতে প্রস্তুত জয় শাহ (টুইটার)

এশিয়া কাপের স্ট্র্যাটেজিতে পাকিস্তানকেই বধ করতে চলেছে বিসিসিআই। পাকিস্তান ক্রিকেট আপাতত ব্যস্ত চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে। ইতিমধ্যেই টুর্নামেন্টের প্রাথমিক ভেন্যু হিসাবে করাচি, মুলতান, লাহোরকে বাছাইয়ের তালিকায় রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

Advertisment

তবে পাক বোর্ডের এই উদ্যোগে এবার জল ঢালতে রাজি হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এমনিতেই ক্রিকেট বিশ্বে ভারতের স্ট্যান্স একদম স্পষ্ট। নিরাপত্তার ঝুঁকি নিয়ে কোনওভাবেই পাকিস্তানে দল পাঠাবে না বিসিসিআই। সবথেকে বড় ব্যাপার, বোর্ডের তরফে সাফ যুক্তি, কেন্দ্রের সবুজ সঙ্কেত না পেলে দল পাঠানোর প্রশ্নই নেই।

এই যুক্তিতেই এশিয়া কাপের আয়োজন বানচাল করেছিল ভারত। পাকিস্তান আয়োজক দেশ হলেও ভারতের জন্য হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। যেখানে টুর্নামেন্টের ৯টি ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল শ্রীলঙ্কায়। বাকি চারটে ম্যাচ খেলা হয় পাকিস্তানে।

এবার সেই মডেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে চাপ দিতে চলেছে বিসিসিআই। সংবাদসংস্থার সূত্রে বলা হয়েছে, বিশ্বকাপ ফাইনালে আহমেদাবাদে এসেছিলেন পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফ এবং সিওও সালমান নাসের আইসিসির কার্যকরী কমিটির সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের আশঙ্কার কথা জানিয়েছেন। তাঁদের ভয়, ভারত হয়ত তাঁদের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে বাধা দিতে পারে।

পিসিবির তরফে আইসিসির কাছে বলা হয়েছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মত প্ৰথম সারির ক্রিকেট দল পাকিস্তানে ট্যুর করেছে। এমন অবস্থায় নিরাপত্তার অজুহাতে পাকিস্তানে যদি ভারত দল পাঠাতে অস্বীকার করে, তাহলে পিসিবিকে যেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হয়।

২০১৭-র পর ফের একবার চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসির ক্যালেন্ডারে জায়গা পেয়েছে। পাকিস্তান শেষবার এই ট্রফি জিতেছিল। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি সঠিকভাবে আয়োজন করে পাক বোর্ড ক্রিকেটবিশ্বকে বার্তা দিতে পারে। সেইসঙ্গে আর্থিকভাবে বিপুল লাভবান হবে পিসিবি। তবে ভারতের আপত্তি নিয়ে এই সম্ভবনা আপাতত বহুদূর মনে হচ্ছে।

Champions Trophy BCCI pakistan Pakistan Cricket Team ICC Pakistan Cricket
Advertisment