BCCI Rewards Team India : চ্যাম্পিয়ন্স ট্রফি জিততেই 'লক্ষ্মীর ভাণ্ডার', রোহিতদের কোটি-কোটি টাকায় ভরিয়ে দিল বিসিসিআই

BCCI Rewards Indian Team Rs 58 Crores : ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করার পর ভারতীয় ক্রিকেট দলের হাতে আইসিসি আনুমানিক ২০ কোটি টাকার চেক তুলে দিয়েছিল। এর পাশাপাশি রানার্স আপ দল নিউজিল্যান্ড পেয়েছিল ৯.৭২ কোটি টাকা।

BCCI Rewards Indian Team Rs 58 Crores : ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করার পর ভারতীয় ক্রিকেট দলের হাতে আইসিসি আনুমানিক ২০ কোটি টাকার চেক তুলে দিয়েছিল। এর পাশাপাশি রানার্স আপ দল নিউজিল্যান্ড পেয়েছিল ৯.৭২ কোটি টাকা।

author-image
IE Bangla Sports Desk
New Update
BCCI Prize

চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্য় টিম ইন্ডিয়াকে আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা বিসিসিআইয়ের

BCCI Rewards India After Champion's Trophy: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আসর পাকিস্তানে বসেছিল। ভারতীয় ক্রিকেট দল ইতিমধ্যেই তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করেছে। আর সেকারণেই তাদের উপর আপাতত অর্থবৃষ্টি হচ্ছে। বিসিসিআই ইতিমধ্য়ে ঘোষণা করেছে, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী ভারতীয় ক্রিকেট দলকে ৫৮ কোটি টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে। এই বিশাল অঙ্কের টাকা প্রত্যেক ক্রিকেটারের মধ্যে ভাগ করে দেওয়া হবে। প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছিল টিম ইন্ডিয়া। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা ৭৬ রানের একটি ম্যাচজয়ী ইনিংস খেলেছিলেন।

Advertisment

 

এই ব্যাপারে বিসিসিআই-এর পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, 'অধিনায়ক রোহিত শর্মার দুর্দান্ত নেতৃত্বে গোটা টুর্নামেন্টে টিম ইন্ডিয়া নিজেদের আধিপত্য বজায় রেখেছে। একটাও ম্যাচ হারেনি। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচেই টিম ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে ৬ উইকেটে ধামাকাদার জয়লাভ করেছিল। এরপর পাকিস্তানকেও ৬ উইকেটে হারিয়ে দেয় ভারত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪৪ রানে জিতেছিল। সেমিফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ উইকেটে জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখে টিম ইন্ডিয়া।'

 

Advertisment

টানা আইসিসি খেতাব জয় যথেষ্ট গুরুত্বপূর্ণ - রজার বিনি

 

ভারতীয় ক্রিকেট দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করার পাশাপাশি বিসিসিআই সভাপতি রজার বিনি বলেন, 'একটা দলের কাছে টানা আইসিসি খেতাব জয়, যথেষ্টই গুরুত্বপূর্ণ। আর এই আর্থিক পুরস্কার গোটা ক্রিকেট বিশ্বে ভারতীয় ক্রিকেট দলকে একটা আলাদা গুরুত্ব দেবে। এই আর্থিক পুরস্কারের পিছনে টিম ইন্ডিয়ার প্রত্যেকের যথেষ্ট অবদান রয়েছে। চলতি বছর অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ের পর এটা আমাদের দ্বিতীয় আইসিসি ট্রফি। আশা করি, এই সাফল্য আমাদের দেশের ক্রিকেট ভবিষ্যত আরও মজবুত করবে।'

 

অক্লান্ত পরিশ্রমের ফসল এই জয় - BCCI সচিব

 

বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া বললেন, 'ভারতীয় ক্রিকেটার এবং সহযোগী স্টাফদের এই সম্মান দিতে পেরে বিসিসিআই গর্বিত। অক্লান্ত পরিশ্রম এবং সুচারু রণনীতির কারণেই বিশ্ব ক্রিকেটে ভারত আজ এই বিশাল রাজত্ব কায়েম করতে পেরেছে। ভারত কেন ক্রিকেট ব়্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে, তা এই জয়ের মাধ্যমেই প্রতিফলিত হয়। আশা করছি, আগামীদিনেই ভারতীয় ক্রিকেট দল এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে পারবে। সেই গোটা ক্রিকেট বিশ্বে ভারতীয় দল মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে।'

 

ট্রফি জেতার পর টিম ইন্ডিয়া পেয়েছিল ২০ কোটি টাকা

 

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করার পর ভারতীয় ক্রিকেট দলের হাতে আইসিসি আনুমানিক ২০ কোটি টাকার চেক তুলে দিয়েছিল। এর পাশাপাশি রানার্স আপ দল নিউজিল্যান্ড পেয়েছিল ৯.৭২ কোটি টাকা। এই নিয়ে টিম ইন্ডিয়া তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করেছে। সবথেকে বড় কথা, এক বছরের কম সময়ে রোহিত শর্মার দল এই নিয়ে দ্বিতীয়বার আইসিসি খেতাব জিততে পারল।

BCCI Champions Trophy Rohit Sharma