ICC Champions Trophy, 2025, BAN vs NZ: নিউজিল্যান্ড হারুক! মনেপ্রাণে চাইছেন পাকিস্তানের সমর্থকরা

BAN vs NZ: যদি বাংলাদেশ দল নিউজিল্যান্ডের কাছে হেরে যায়, তাহলে পাকিস্তান ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাবে। এই গ্রুপ থেকে ভারত ও নিউজিল্যান্ড সেমিফাইনালে প্রবেশ করবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
New Zealand vs Bangladesh: নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ

New Zealand vs Bangladesh: নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ। (ছবি- ফেসবুক)

ICC Champions Trophy, 2025, BAN vs NZ: পুরো পাকিস্তানের নজর এই মুহূর্তে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ম্যাচের দিকে। বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২৩৬ রান সংগ্রহ করেছে। এরপর নিউজিল্যান্ড মাত্র ১৫ রানে দুই উইকেট হারিয়েছে। কিউই দলের এই খারাপ শুরুর পর আবারও ‘কুদরতের নিজাম’ আলোচনায় চলে এসেছে।

Advertisment

চ্যাম্পিয়ন্স ট্রফিতে, পাকিস্তানের আশা এখন পুরোপুরি বাংলাদেশের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে। যদিও ভারতের বিরুদ্ধে হারের পর পাকিস্তানের সেমিফাইনালে যাওয়া অত্যন্ত কঠিন, তবে যদি বাংলাদেশ আজ নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলে পাকিস্তানের সম্ভাবনা টিকে থাকবে।

পাকিস্তান তখনই সেমিফাইনালে যেতে পারবে, যদি নিউজিল্যান্ড আজ বাংলাদেশের কাছে হারে এবং তারপর ভারতও কিউই দলকে হারায়। পাকিস্তানের এই হিসেব বাস্তবায়িত হওয়া বেশ কঠিন, তবে ক্রিকেটে কিছুই অসম্ভব নয়। অন্যদিকে, যদি নিউজিল্যান্ড যদি আজ জয়ী হয়, তাহলে বাংলাদেশ এবং পাকিস্তান— দু’টো দলই ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়বে।

পাকিস্তানের জন্য বর্তমান সমীকরণ

Advertisment

ভারতের বিরুদ্ধে হারের পর পাকিস্তানের সেমিফাইনালে যাওয়া অত্যন্ত কঠিন, কারণ এখন তারা অন্য দলের ফলাফলের ওপর নির্ভর করছে। তবে এটি পাকিস্তানের জন্য নতুন কিছু নয়, কারণ প্রায় প্রতি আইসিসি টুর্নামেন্টেই তাদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে সাম্প্রতিক সময়ে।

দেখা যাক, পাকিস্তানের বর্তমান সমীকরণ:

  • পাকিস্তান তখনই সেমিফাইনালে যেতে পারবে, যদি নিউজিল্যান্ড আজ বাংলাদেশের কাছে হারে এবং তারপর ভারতও কিউই দলকে হারায়।
  • এটি বাস্তবায়ন করা কঠিন, তবে ক্রিকেটে যে কোনও কিছুই হতে পারে।
  • যদি নিউজিল্যান্ড আজ জিতে যায়, তাহলে বাংলাদেশ ও পাকিস্তান উভয়েই ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাবে।

এর আগে এই গ্রুপের ম্যাচে ভারত প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ এবং পাকিস্তান, উভয় দলকেই হারিয়েছে। ভারত তিন ম্যাচের গ্রুপ পর্বে দুটি ম্যাচ জিতে সুবিধাজনক অবস্থায় আছে। 

cricket Champions Trophy Cricket News New Zealand Cricket Team Bangladesh Cricket Team Pakistan Cricket Team