ICC Champions Trophy 2025 Semi-Finals: চারটি সেমিফাইনালিস্ট নিশ্চিত হয়েছে, তবে চূড়ান্ত সূচি নির্ধারিত হবে রবিবারের ম্যাচ শেষ হওয়ার পর। ঠিক এই অবস্থায় এখন রয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। রবিবার ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ম্যাচ। ওই ম্যাচেই ঠিক হবে, কোন দল এ গ্রুপে চ্যাম্পিয়ন হবে আর কোন দল হবে রানার্স। বি গ্রুপ থেকে ইতিমধ্যে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে উঠেছে। এ গ্রুপ থেকে ভারত আর নিউজিল্যান্ডও ইতিমধ্যে সেমিফাইনালে উঠে গিয়েছে।
এককথায় বলা যায়, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর সেমিফাইনালের চারটি দল নিশ্চিত হয়েছে— তবে এখনও নির্দিষ্ট সূচি ঠিক হয়নি। গ্রুপ এ থেকে সেমিফাইনালে ওঠা ভারত ও নিউজিল্যান্ডের সঙ্গে গ্রুপ বি থেকে ওঠা অস্ট্রেলিয়া না দক্ষিণ আফ্রিকার খেলা হবে, সেটাই নিশ্চিত হওয়া বাকি।
মজার ব্যাপার হলো, ২০২৩ সালের পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালেও একই চারটি দল ছিল।
✅ ভারত প্রথম সেমিফাইনালে খেলবে দুবাইয়ে, মঙ্গলবার, ৪ মার্চ।
✅ নিউজিল্যান্ড দ্বিতীয় সেমিফাইনালে খেলবে লাহোরে, বুধবার, ৫ মার্চ।
কোনো দল কাকে মোকাবিলা করবে, তা নির্ভর করছে রবিবারের গ্রুপ এ-এর শেষ ম্যাচের ফলাফলের ওপর।
➡️ যদি ভারত জিতে গ্রুপ এ-তে শীর্ষে উঠে আসে, তাহলে তারা গ্রুপ বি-এর দ্বিতীয় সেরা দল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে, এবং নিউজিল্যান্ড খেলবে গ্রুপ বি-এর চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
➡️ যদি নিউজিল্যান্ড জিতে গ্রুপ এ-তে শীর্ষে উঠে আসে, তাহলে তারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে, আর ভারত মোকাবিলা করবে দক্ষিণ আফ্রিকার।
আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-নিউজিল্যান্ড হাইভোল্টেজ ম্যাচে বদলে গেল পিচ? কী হাল দুই দলের?
এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির হাইব্রিড মডেল তৈরির সময়ই ঠিক করা হয়েছিল যে ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠতে পারে, তবে ম্যাচ হবে দুবাই স্টেডিয়ামে। কিন্তু, ভারত যদি ফাইনালে উঠতে না পারে তবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হবে পাকিস্তানের লাহোরে। কারণ, টুর্নামেন্টের আয়োজক দেশ পাকিস্তান। কথামতো ভারতের ম্যাচগুলো শুধু দুবাইয়ে হচ্ছে। কারণ, নিরাপত্তাজনিত কারণে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলতে পাকিস্তানে যেতে রাজি হয়নি।
আর, তারপরই নানা টালবাহানা শেষে ঠিক হয়েছে যে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো দুবাইয়েই খেলবে। পালটা, পাকিস্তানও জানিয়ে দিয়েছে যে তারাও কোনও আইসিস টুর্নামেন্ট খেলতে ভারতে দল পাঠাবে না। এই পরিস্থিতিতে পরবর্তী এশিয়া কাপের আয়োজক ভারত হলেও কোনও নিরপেক্ষ জায়গায় পাকিস্তানের ম্যাচগুলো আয়োজিত হবে বলেই মনে করা হচ্ছে।