Advertisment

BCCI-র কাছে মাথা নোয়াল ICC! চাপ দিয়েই 'জিতলেন' জয় শাহরা

বড়সড় আপডেট মিলল সরাসরি

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ইন্দোর পিচের রেটিংকে সরাসরি 'পুওর' বলে দেওয়া হয়েছিল আইসিসির তরফ থেকে। এরপরেই ভারতীয় বোর্ডের তরফ থেকে আইসিসির কাছে আবেদন জানানো হয়। তার প্রেক্ষিতে এবার আইসিসি নিজেদের রেটিং বদলে দিল। বলে দেওয়া হল 'পুওর' নয়, ইন্দোর পিচ 'বিলো এভারেজ'।

Advertisment

আইসিসির তরফে এক বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়েছে, ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ভারত বনাম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের পিচ 'পুওর' রেটিং পেয়েছিল। তবে ভারতীয় বোর্ডের আবেদনের পর সেই পিচের স্ট্যাটাস বদলে দেওয়া হল 'বিলো এভারেজ'-এ।

বর্ডার গাভাসকার সিরিজের তৃতীয় টেস্ট মাত্র পাঁচ সেশনে খতম হয়ে গিয়েছিল। সংশ্লিষ্ট টেস্টের ম্যাচ রেফারি ক্রিস ব্রড পিচের চরিত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করে আইসিসির কাছে রিপোর্ট জমা দেন। তার আগে দুই দলের অধিনায়ক রোহিত শর্মা এবং স্টিভ স্মিথের সঙ্গে আলোচনাও সেরে নেন তিনি। পর্যালোচনার পর ইন্দোরের সঙ্গে তিনটে ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়।

ব্রড নিজস্ব রিপোর্টে লিখেছিলেন, "পিচ অত্যধিক শুকনো ছিল। ব্যাটিং এবং বোলিংয়ের ভারসাম্য রক্ষিত হয়নি এই পিচে। প্ৰথম থেকেই স্পিনাররা সাহায্য পেয়েছেন। ম্যাচের পঞ্চম বলেই পিচে ফাটল দেখা যায়। কোনও সিম মুভমেন্ট ছিল না। ম্যাচ এগোনোর সঙ্গে পিচের ফাটল আরও চওড়া হয়েছে। গোটা ম্যাচ জুড়েই অতিরিক্ত অসমান বাউন্স ছিল।"

ম্যাচ রেফারির কাছ থেকে এমন রিপোর্টের পরেই ইন্দোরের পিচকে 'পুওর' বলে দেওয়া হয়। এরপরেই ভারতীয় বোর্ডের তরফ থেকে আইসিসির রিভিউ কমিটির কাছে আবেদন করা হয়। আইসিসির রিভিউ কমিটিতে রয়েছেন আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খান এবং আইসিসির মেন্স ক্রিকেট কমিটি মেম্বার রজার হার্পার। বোর্ডের আবেদনের পরেই নতুন করে ফুটেজ খতিয়ে দেখা হয়। তারপরেই পুওর রেটিং বদলে যায় 'বিলো এভারেজ'-এ। তিনটের বদলে মাত্র একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়।

Read the full article in ENGLISH

BCCI ICC
Advertisment