Advertisment

Sri Lanka Cricket: ম্যাচ গড়াপেটায় বিদ্ধ লঙ্কান তারকা! ভারত সিরিজ শেষ হতেই বোমা ফাটাল আইসিসি

Sri Lanka spinner beaching ICC anti-corruption code: তোলপাড় ফেলে দেওয়া আপডেট এল আইসিসির তরফে, গড়াপেটা করে ধরা পড়লেন শ্রীলঙ্কান এই স্পিনার

author-image
IE Bangla Sports Desk
New Update
India, Sri Lanka, ভারত, শ্রীলঙ্কা,

India-Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা ম্যাচের একটি দৃশ্য। (ছবি- টুইটার)

Sri Lankan spinner charged by ICC: আইসিসির দুর্নীতি-বিধি ভঙ্গের দায়ে অভিযুক্ত হলেন শ্রীলঙ্কার এক স্পিনার। অভিযুক্ত স্পিনার প্রমাণ লোপাটেরও চেষ্টা করেছেন বলে অভিযোগ। আইসিসি তাঁকে ১৪ দিন জবাবদিহি করার সময় দিয়েছে। ৬ আগস্ট থেকে সেই সময়সীমা শুরু হয়েছে।

Advertisment

যে লঙ্কান স্পিনারের বিরুদ্ধে ওই অভিযোগ উঠেছে তিনি হলেন প্রবীণ জয়বিক্রমা। তিনি আইসিসির একাধিক দুর্নীতি দমন আইন ভেঙেছেন বলে অভিযোগ। আইসিসির অভিযোগ, অভিযুক্ত ক্রিকেটার ম্যাচ ফিক্সিং-কাণ্ডের সঙ্গে জড়িত। আইসিসির দুর্নীতিদমন শাখার অভিযোগ, ওই লঙ্কান স্পিনার আন্তর্জাতিক ম্যাচ এবং ২০২১ সালের লঙ্কা প্রিমিয়ার লিগে ম্যাচ ফিক্সিংয়ের কথা জানতেন। কিন্তু, তিনি সেসব আইসিসিকে জানাননি।

শুধু না জানানোই নয়। অভিযুক্ত খেলোয়াড় তাঁর কাছে সেই ম্যাচ ফিক্সিং সংক্রান্ত যে মেসেজগুলো ছিল, সেগুলোও ডিলিট করে দিয়েছিলেন বলেই জানতে পেরেছে আইসিসির দুর্নীতিদমন শাখা। বছর ২৫-এর ওই স্পিনার শ্রীলঙ্কার হয়ে পাঁচটি একদিনের ম্যাচ, পাঁচটি টেস্ট এবং পাঁচটি টি২০ ম্যাচ খেলেছেন।

এই ব্যাপারে আইসিসি এক বার্তায় বলেছে, 'জয়বিক্রমাকে কয়েকটি আইনে অভিযুক্ত করা হয়েছে।

ধারা ২.৪.৪- আন্তর্জাতিক ম্যাচ ফিক্সিং করা হবে জানার পরও তিনি আইসিসিকে সেই খবর দেননি।

ধারা ২.৪.৪- লঙ্কান প্রিমিয়ার লিগে দুর্নীতিবাজরা তাঁকে ফিক্সিংয়ের জন্য অন্য একজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলতে বলেছিল। তিনি সেটাও আইসিসিকে জানাননি। দুর্নীতদমন শাখাকে অভিযোগ জানাতে অপ্রয়োজনীয় দেরি করেছেন।

ধারা ২.৪.৭- আইসিসির তদন্তকারীদের সঙ্গে অসহযোগিতা করে তাঁকে দুর্নীতির জন্য যে অফার দেওয়া হয়েছিল, দুর্নীতিবাজদের সঙ্গে তাঁর যেসব কথাবার্তা হয়েছিল, সেই সব ম্যাসেজগুলো ডিলিট করে দিয়েছেন।

ধারা ১.৭.৪.১ এবং ধারা ১.৮.১ অনুযায়ী আইসিসি এবং শ্রীলঙ্কা ক্রিকেট সিদ্ধান্ত নিয়েছে, ওই ক্রিকেটারের বিরুদ্ধে লঙ্কান প্রিমিয়ার লিগ এবং আন্তর্জাতিক ম্যাচ গড়াপেটার অভিযোগে ব্যবস্থা নেওয়া উচিত।'

আরও পড়ুন- অলিম্পিকে ‘স্মাগলিং’ এর চেষ্টা! ভারতীয় কুস্তিগিরকে দেশে ফেরত পাঠাল ফরাসি পুলিশ

তদন্তে দোষী প্রমাণিত হলে জয়বিক্রমার বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচ ফিক্সিং আইন অনুযায়ী ব্যবস্থা নেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও। আর, লঙ্কা প্রিমিয়ার লিগে গড়াপেটার জন্য ব্যবস্থা নেবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ২০২১ সালে শ্রীলঙ্কার হয়ে অভিষেক হয় জয়বিক্রমার। কিন্তু, তিনি জাতীয় দলে খুব একটা বেশি ডাক পাননি।

Sri Lanka Cricket Team Indian Cricket Team Corruption Charges ICC
Advertisment