Advertisment

Women's T20 World Cup in Bangladesh: বারবার আপত্তিতে বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরাল ICC, আবার-ও মুখ পুড়ল 'স্বাধীন' দেশের

Women's t20 World Cup 2024: গ্রেগ বার্কলে ২০২৪ সালের নভেম্বরে আইসিসি চেয়ারম্যানের পদ ছাড়বেন

author-image
IE Bangla Sports Desk
New Update
ICC, Women's t20 World Cup, আইসিসি, মহিলা টি২০ বিশ্বকাপ,

ICC-Women's t20 World Cup: মহিলা টি২০ বিশ্বকাপ। (ছবি- টুইটার)

Women's t20 World Cup in Bangladesh: আইসিসি (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) মঙ্গলবার, ২০ আগস্ট জানিয়েছে যে এই বছরের অক্টোবরে হতে চলা মহিলাদের টি-২০ বিশ্বকাপ বাংলাদেশের বাইরে সরিয়ে নেওয়া হয়েছে। টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত নবম আসরটি বাংলাদেশের বদলে সংযুক্ত আরব আমিরশাহিতে (ইউএই) অনুষ্ঠিত হবে। সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই ম্যাচ আয়োজন করবে। সম্প্রতি আইসিসির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisment

আইসিসির চিফ এক্সিকিউটিভ জিওফ অ্যালারডাইসের এক বিবৃতিতে বলা হয়েছে, 'বাংলাদেশ মহিলা টি-২০ বিশ্বকাপ আয়োজন করতে না পারাটা লজ্জাজনক। কারণ আমরা জানি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি স্মরণীয় অনুষ্ঠান আয়োজন করতে পারত।'

জিওফ অ্যালারডাইস বলেছেন, 'আমি বিসিবি দলকে ধন্যবাদ জানাতে চাই, কারণ বাংলাদেশে এই ইভেন্টটি আয়োজনের সমস্ত চেষ্টা করেছে। তবে অংশগ্রহণকারী দলগুলোর অনেকেই নিজেদের দেশের সরকারের ভ্রমণ পরামর্শের কারণে এই টুর্নামেন্ট বাংলাদেশে আয়োজন করা সম্ভব হয়নি। তবে, তারা আয়োজক হিসেবে থাকবে। আমরা অদূর ভবিষ্যতে বাংলাদেশে আইসিসি গ্লোবাল ইভেন্ট আয়োজনের অপেক্ষায় আছি।'

জিওফ অ্যালারডাইস বলেছেন, 'বিসিবির পক্ষ থেকে, আমি এমিরেটস ক্রিকেট বোর্ড এবং শ্রীলঙ্কা আর জিম্বাবুয়েকে তাদের আয়োজনের প্রস্তাব এবং সেই প্রস্তাব সমর্থনের উদারতার জন্য ধন্যবাদ জানাতে চাই। আমরা অদূর ভবিষ্যতে এই দুটি দেশেও আইসিসি গ্লোবাল ইভেন্ট দেখার অপেক্ষায় রয়েছি। সেটা ২০২৬ সালে হতে পারে।'

সংযুক্ত আরব আমিরশাহিতে আইসিসির সদর দফতর। সাম্প্রতিক বছরগুলোতে সংযুক্ত আরব আমিরশাহি ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। সংযুক্ত আরব আমিরশাহি (UAE) ২০২১ সালে ওমানের সঙ্গেই আইসিসি (ICC) পুরুষদের টি২০ (T20) বিশ্বকাপের পাশাপাশি বেশ কয়েকটি বাছাইপর্বের টুর্নামেন্টও আয়োজন করবে।

আরও পড়ুন- যুবরাজের ছয় ছক্কার রেকর্ড ভেঙে চুরমার! ১ ওভারেই ৩৯ রানের বিশ্বরেকর্ড! কীভাবে, রইল ভিডিও

বিশ্বমানের সুবিধা এবং পরিকাঠামো-সহ, সংযুক্ত আরব আমিরশাহি মহিলাদের টি-২০ বিশ্বকাপ আয়োজন করতেও প্রস্তুত। ক্রিকেটে সংযুক্ত আরব আমিরশাহির ক্রমবর্ধমান প্রাধান্য তার পুরুষ ও মহিলা দলের উত্থানের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে। তাদের উভয় দলই (পুরুষ ও মহিলা) বর্তমানে আইসিসি (ICC) টি২০ (T20I) টিম র‍্যাঙ্কিংয়ে ১৬তম স্থানে রয়েছে।

বার্কলে ২০২৪ সালের নভেম্বরে আইসিসি চেয়ারম্যানের পদ ছাড়বেন

এদিকে, গ্রেগ বার্কলে আইসিসির বোর্ডকে নিশ্চিত করেছেন যে নভেম্বরে তাঁর মেয়াদ শেষ হওয়ার পর তিনি আইসিসি চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াবেন। বার্কলে ২০২০ সালের নভেম্বরে আইসিসির স্বাধীন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। এর পরে তিনি ২০২২ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হন। বর্তমান পরিচালকদের ২০২৪ সালের ২৭ আগস্ট-এর মধ্যে পরবর্তী চেয়ারম্যান পদের জন্য মনোনয়নপত্র জমা দিতে হবে। যদি দুইজনের বেশি প্রার্থী থাকে, তাহলে একটি নির্বাচন হবে। নতুন চেয়ারম্যানের মেয়াদ ২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে শুরু হবে।

T20 World Cup Cricket News T20 Bangladesh Cricket ICC Cricket World Cup
Advertisment