Advertisment

ICC Cricket World Cup 2019: ঘাস দিয়েই তৈরি বিশ্বকাপ ট্রফি, স্রষ্টাকে কুর্নিশ আইসিসি-র

ICC Cricket World Cup: ঘাস দিয়েই আফগান সমর্থক তৈরি করে ফেলেছিলেন আস্ত বিশ্বকাপ ট্রফি। সেই ছবিই মাতাচ্ছে ইন্টারনেট। কুর্নিশ করছে আইসিসি-ও।

author-image
IE Bangla Web Desk
New Update
Afghani cricket fan recreated the Cricket World Cup trophy using green grass

ঘাসের তৈরি এই বিশ্বকাপ নজর কেড়েছে আইসিসি-র (টুইটার)

হয়তো ক্রিকেট বিশ্বের কুলীন দেশগুলির মধ্যে পড়ে না আফগানিস্তান। তবে, ব্যাট, বল, উইকেটের দুনিয়ায় প্রতি ভালবাসা কোনও অংশে কম নয় আফগানদের। এমনই প্রমাণ মিলল সম্প্রতি। ঘাসের ট্রফি বানিয়ে বিশ্বকে চমকে দিলেন আফগান ক্রিকেট ভক্ত। যা বিশ্বকাপের আগে ঝড় তুলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বাকি দেশগুলির কুর্নিশ কুড়িয়ে নেওয়া সেই ভাইরাল ছবিই বিশ্বকাপের নিজস্ব টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে।

Advertisment

আরও পড়ুন

ICC Cricket World Cup 2019: বিশ্বকাপের আগেই বাংলাদেশের জার্সি-বিভ্রাট, উন্মোচনের পরেই পরিবর্তন জার্সিতে

যুদ্ধবিধ্বস্ত গরিব দেশে ক্রিকেটের আবির্ভাব বেশিদিন নয়। তবে এর মধ্যেই মহম্মদ নবি, আহমেদ শেহজাদ, রশিদ খানরা হৃদয় জিতে নিয়েছেন। রশিদ খান তো রীতিমতো সুপারস্টার। তার পাশাপাশি আইপিএলে নিয়মিত খেলছেন মহম্মদ নবি, জাহির খান এবং মুজিব জারদানরা। গোলা বারুদের গন্ধ উড়িয়ে আফগানিস্তান সম্প্রতি টেস্ট ক্রিকেটের মর্যাদাও পেয়েছে। খুব দ্রুত উঠে আসছেন ভারত-পাকিস্তানের পড়শি দেশ।

এমন অবস্থাতে বিশ্বকাপ শুরুর আগেই চাঞ্চল্য ফেলে দিয়েছেন আফগান সমর্থক। সেই ক্রিকেট সমর্থক ও ঘাসের ছবি পোস্ট করে বিশ্বকাপের সরকারি টুইটার হ্যান্ডল থেকে লেখা হয়েছে, "আফগানিস্তানে এই ঘাসের বিশ্বকাপ ট্রফি দারুণভাবে বানানো হয়েছে। এই ট্রফির স্রষ্টাকে খুঁজে পেলে ভাল লাগবে।" আইসিসি-র পক্ষ থেকেও বলা হয়েছে, আফগান সমর্থকের সঙ্গে সাক্ষাৎ করতে তারা মুখিয়ে রয়েছেন।

কিন্তু কে এই আফগান সমর্থক? ইন্টারনেটে ছবি ভাইরাল হতেই ক্রিকেট সমর্থকের পরিচয় জানা যায়। জানা গিয়েছে কাবুলের এই ক্রিকেট ভক্তের নাম শরাফ নইব, যাঁকে প্রায়ই আফগান অধিনায়ক গুলাবদিন নাইবের ভাই বলে অনেকে ভুল করেন।

ICC Afganisthan Cricket World Cup
Advertisment