/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/06/pak-afg.jpg)
হাতাহাতিতে জড়ালেন দুই দেশের সমর্থকরা (ফেসবুক)
রুদ্ধশ্বাস ম্যাচে শনিবার আফগানিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে পাকিস্তান। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছেন পাকিস্তান। তবে এমন শ্বাসরূদ্ধকর ম্যাচেই গ্যালারিতে অপ্রীতিকর পরিস্থিতি। ম্যাচ চলাকালীনই পাকিস্তান ও আফগানিস্তান সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। তুমুল ঝামেলায় নিরাপত্তাকর্মীদের কার্যত নাভিশ্বাস উঠে গিয়েছে। শেষ পর্যন্ত দু-দলের সমর্থকদেরই গ্যালারি থেকে বের করে দিয়ে পরিস্থিতি অনুকূলে আনা হয়।
আন্তর্জাতিক এক ক্রিকেট ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, গ্য়ালারিতে নয়, আসল ঝামেলার সূত্রপাত স্টেডিয়ামের বাইরেই। সেই ঝামেলারই রেশ গড়ায় গ্যালারিতে। ম্যাচ শুরুর আগেই স্টেডিয়ামের বাইরে আফগান ও পাক সমর্থকরা তর্কাতর্কি করছিলেন। সেখানকার পরিস্থিতি সামাল দেওয়া হয় প্রাথমিকভাবে। তবে গ্যালারিতে সেই ক্ষোভের স্ফূলিঙ্গ ছিটকে আসে। স্টেডিয়ামের কার্নেগি প্যাভিলিয়ন স্ট্যান্ডে দু দলের সমর্থকরা ফের একবার অশান্তি পাকায়। এই সময় পরিস্থিতি সামলাতে মাঠে নিরাপত্তাবাহিনী নামে। দুই সমর্থককে গ্যালারিতে থেকে বের করে দেওয়া হয়। যদিও জানা যায়নি তাঁরা কোন দেশের সমর্থক।
আরও পড়ুন
টিম হোটেলেই আক্রান্ত কোহলিরা, ইংল্যান্ড ম্যাচের আগেই জারি হাই অ্যালার্ট
সেই ঘটনার সময় ছবি ও ভিডিও তুলতে গেলে আক্রমণের শিকার হন সাংবাদিকরাও। পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম পুরো ঘটনায় দায় চাপিয়েছে আফগান সমর্থকদের দিকে। সেখানে বলা হয়েছে, টিকিট ছাড়াই অবৈধভাবে স্টেডিয়ামে প্রবেশ করছিলেন আফগানিস্তানের কিছু সমর্থক। তা প্রতিবাদ করাতেই পাকিস্তানের সমর্থকদের নাকি প্রহৃত হয়ে হয়। তর্কাতর্কির এক পর্যায়ে তাঁরা নাকি পাকিস্তানের সমর্থক এবং নিরাপত্তাকর্মীদেরও আক্রমণ করে।
Only one word to describe these scenes - disgraceful #PAKvAFGpic.twitter.com/61LimPybHA
— Saj Sadiq (@Saj_PakPassion) June 29, 2019
যদিও ঘটনার জন্য আসল দায়ী কে, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে।