কিছুক্ষণের মধ্যেই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবে কেকেআর। তার আগেই বড়সড় পুরস্কার পেলেন আন্দ্রে রাসেল। আসন্ন বিশ্বকাপগামী জাতীয় দলে স্কোয়াডে অন্তর্ভূক্ত করা হল তারকা অলরাউন্ডারকে। জাতীয় দলে নির্বাচনের এমন বার্তা পেয়ে স্বস্তি নাইট তারকার।
চলতি আইপিএলে কার্যত অপ্রতিরোধ্য রাসেল। একের পর এক ম্যাচে রাসেল ঘাম ছুটিয়ে দিচ্ছেন প্রতিপক্ষ বোলারদের। তিনি কেন সাত নম্বরে নামছেন, তা নিয়ে প্রশ্নের পর প্রশ্ন ধেয়ে আসছে নাইট কর্তৃপক্ষের দিকে। প্রতিনিয়ত। এমন ভাল খেলার পুরস্কার হিসেবেই এবার রাসেল সুযোগ পেলেন জাতীয় দলে। ২০১৫ সালের পরে রাসেল জাতীয় দলের জার্সিতে মাত্র একটিই ম্যাচ খেলেছিলেন। তবে আইপিএলে দুরন্ত ফর্মের কারণে এবার নির্বাচকরা ডাকতে বাধ্য হলেন তারকা ক্রিকেটারকে।
বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ রাসেলকে অলরাউন্ডার হিসেবেই ব্যবহার করতে চাইছে। ক্যারিবিয়ান বোর্ডের চেয়ারম্যান রবার্ট হেনেস জানাচ্ছেন, "রাসেলের সঙ্গে কিছুদিন আগেই কথা হয়েছে। ওঁর হাঁটুতে একটা চোট রয়েছে। তবে সেটা কোনও সমস্য়া হবে না। আইপিএলে ওঁর দুরন্ত পারফরম্যান্স করার পরে আমরা ওকে আলোচনায় রেখেছিলাম।"
রাসেলকে ফেরানো হলেও দলে জায়গা পাননি কায়রণ পোলার্ড ও মার্লন স্যামুয়েলস। পাশাপাশি সুনীল নারিন, গেইলকেও বাদ দেওয়া হয়েছে। দুবছর পর ফেরানো হয়েছে শ্য়ানন গ্যাব্রিয়েলকে। দলে জায়গা পেয়েছেন এভিন লুইস ও শ্যানন গ্যাব্রিয়েল।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড- জেসন হোল্ডার (অধিনায়ক), আন্দ্রে রাসেল, অ্যাসলে নার্স, কার্লোস ব্রেথওয়েট, ক্রিস গেইল, ডারেন ব্রাভো, এভিন লুইস, ফ্যাবিয়ান আলেন, কেমার রোচ, নিকোলাস পুরান, ওসানে থমাস, সাই হোপ, শানন গ্যাব্রিয়েল, শেল্ডন কোট্রেল, শিমরন হেটমায়ার।