Advertisment

রাসেল 'বাদ' দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে! কেন, জেনে নিন কারণ

ICC Cricket World Cup 2019: সোমবার প্রথম একাদশ ঘোষণার পরে দেখা যায়, অলরাউন্ডার রাসেল নেই। বরং তাঁর জায়গায় নেওয়া হয়েছে, কেমার রোচকে। পাশাপাশি ক্যারিবিয়ানদের দলে আরও পরিবর্তন হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
andre russell

আন্দ্রে রাসেল (টুইটার)

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাসেলকে বাইরে রেখেই প্রথম একাদশ সাজাল ওয়েস্ট ইন্ডিজ। টানা তিন ম্যাচ হেরে এমনিতেই চাপে প্রোটিয়াজরা। আর একটা ম্যাচ হারলেই বিশ্বকাপে প্রথম দল হিসেবে বিদায় নিয়ে নেবে তাঁরা। এমন অবস্থাতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে খেলতে নামল দক্ষিণ আফ্রিকা। তবে সেই ম্যাচেই নেই তাঁদের অন্যতম সেরা তারকা আন্দ্রে রাসেল। জানা গিয়েছে, অস্ট্রেলিয়া ম্যাচেই হাঁটুতে চোট পেয়েছিলেন রাসেল। তবে রবিবার, ম্যাচের আগের দিনও ক্য়ারিবিয়ানদের সহকারি কোচ রডি ইস্টউইক সমর্থকদের আশার বাণী শুনিয়েছিলেন। জানিয়ে দিয়েছিলেন, খেলতে পারবেন রাসেল।

Advertisment

আরও পড়ুন স্মিথকে বাঁচালেন কোহলি, সরাসরি ক্ষমাও চাইলেন! কুর্নিশ করল ক্রিকেট বিশ্ব

তবে সোমবার প্রথম একাদশ ঘোষণার পরে দেখা যায়, অলরাউন্ডার রাসেল নেই। বরং তাঁর জায়গায় নেওয়া হয়েছে, কেমার রোচকে। পাশাপাশি ক্যারিবিয়ানদের দলে আরও পরিবর্তন হয়েছে। বাঁ-হাতি ওপেনার এভিন লুইসের বদলে সুয়োগ পেয়েছেন অন্য এক বাঁ-হাতি ড্যারেন ব্র্যাভো। যিনি আবার ডিজে ব্র্যাভোর দাদা। ডু অর ডাই ম্যাচে দক্ষিণ আফ্রিকা দলেও এসেছে পরিবর্তন। তাব্রিজ সামসি ও ডুমিনি-র জায়গায় দলে এসেছেন মারক্রাম ও বেউরন হেনড্রিকস।

তবে রাসেলকে দেখতে না পাওয়াটাই সবথেকে দুর্ভাগ্যের। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানানো হয়েছে, রাসেলের হাঁটুর চোট পুরোপুরি এখনও সারেনি। তাই তাঁকে আপাতত বিশ্রামে রাখা হয়েছে।

ম্যাচ যদিও বৃষ্টির কারণে ভেস্তে যেতে বসেছে। তবে ক্যারিবিয়ানরা রীতিমতো জাঁকিয়ে বসেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ৭.৩ ওভারে ২৯ রান তুলতেই প্রোটিয়াজরা হারিয়ে বসেছে আমলা (৬) ও মারক্রামের (৫) উইকেট।

Andre Russell West Indies Cricket World Cup
Advertisment