একসময় পিতা বিশ্বকাপ মাতিয়েছেন। ক্রিকেট দুনিয়ার সাক্ষাৎ ঈশ্বর তিনি। ব্যাটে এহেন নজির নেই, তা তিনি গড়েননি। শচীন রমেশ তেন্ডুলকর মানেই ক্রিকেটের এক বিশাল অধ্যায়। সেই কিংবদন্তির পুত্রই এবার বিশ্বকাপে। বিশ্বকাপের মঞ্চে তাঁর আত্মপ্রকাশ এবার নেট বোলার হিসেবে। ১৯ বছরের উঠতি ক্রিকেটার অর্জুন এখন আছেন ইংল্যান্ডে। গত সপ্তাহে এমসিসি যুব ক্রিকেটার্স একাদশের হয়ে জোড়া উইকেট শিকার করেছেন অর্জুন। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতিতে নেট বোলার হিসেবে ইংল্যান্ডের শিবিরে ডেকে নেওয়া হল তাঁকে।
আরও পড়ুন
বিশ্বকাপে ইংল্যান্ডের সামনে এখন কঠিন পরীক্ষা। সেমিফাইনালে উঠতে হলে ইংরেজদের প্রতিটি ম্যাচ জিততেই হবে। মঙ্গলবারেই অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের সামনে ইংল্যান্ড। সেই ম্যাচের আগেই নেট বোলার হিসেবে ডেকে নেওয়া হল অর্জুনকে। আন্তর্জাতিক এক ক্রিকেট ওয়েবসাইটের ফাঁস করে দেওয়া ভিডিওয় দেখা যাচ্ছে সচিন-পুত্র বল হাতে রীতিমতো আগুন ঝড়াচ্ছেন ইংল্যান্ডের নেটে।
অর্জুনকে বলা হচ্ছিল, কখনও শর্ট বল কখনও বা ফুল লেংথে বল করতে। অর্জুনের পেসে বেশ কয়েকবার বিব্রত হতে হল জো রুটের মতো তারকাকেও। বিট করলেন একাধিকবার। সম্ভবত বাঁ হাতি স্টার্ককে সামলানোর জন্য বাঁ হাতি অর্জুনকে নেট অনুশীলনে ডেকে নেওয়া।
ভারতের জাতীয় দলের প্রস্তুতির জন্য যেমন উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে, নভদীপ সাইনি, খলিল আহমেদদের, তেমনই ইংল্যান্ডের বিশ্বকাপ প্রস্তুতিতে নেট বোলার স্বয়ং অর্জুন। অবশ্য় ইংল্যান্ডের নেট অনুশীলনে এবারই প্রথম নন অর্জুন। এর আগে একাধিকবার বল হাতে দেখা গিয়েছে তাঁকে। জোস বাটলারকে তো এক সময় আহতও করেছিলেন তিনি।