Advertisment

এবার ক্যাপ্টেন বনাম ক্যাপ্টেন! ধোনিকে চরম 'আক্রমণ' বাইচুংয়ের

ICC Cricket World Cup 2019: গোটা দেশে যদি ধোনির সমর্থনে ঢেউ নেমেছে। রাজনীতি থেকে ক্রীড়া মহল প্রত্যেকেই গ্লাভসে 'বলিদান' রাখার পক্ষেই সওয়াল করছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
ms dhoni baichung bhutia_7

ধোনি ও বাইচুং। (ফেসবুক)

ধোনির গ্লাভসে কী আইসিসি-র নির্দেশ মেনে উঠে যাচ্ছে বলিদান-প্রতীক! নাকি, আইসিসির নির্দেশ উপেক্ষা করেই ধোনির গ্লাভসে স্বমহিমায় বিরাজ করবে আধা সেনার বীরত্বের চিহ্ন। বাইশ গজের বাইরে এমন নাটক দেখার জন্য অপেক্ষা আর মাত্র ২৪ ঘণ্টা। যখন ধোনি মাঠে নামবেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তার আগেই ধোনিকে সমালোচনায় রক্তাক্ত হতে হল। অন্য কেউ নন। বাইচুং ভুটিয়ার রীতিমতো সমালোচনায় বিদ্ধ করলেন তারকা ক্রিকেটারকে।

Advertisment

তিনি সাফ জানালেন, বিতর্ক এড়াতে ধোনির উচিত সেনাদের প্রতীক গ্লাভসে না ব্যবহার করা। এমনটই জানিয়ে দিলেন তিনি। জাতীয় এক টিভি চ্যানেলে জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটারের উদ্দেশে প্রাক্তন ফুটবল অধিনায়কের পরামর্শ, "একজন ক্রিকেটারকে নিয়ম নীতি মানতেই হবে। ধোনিকে এটা খুলতেই হবে। বাকি সবকিছু ছেড়ে খেলাকে সম্মান জানানো উচিত ধোনির।"

আরও পড়ুন

ধোনিকে নিয়ে যুদ্ধে এবার আইসিসি বনাম বিসিসিআই, তোলপাড় বিশ্বকাপের মাঝেই

বিশ্বকাপের বাইশ গজে ধোনির কীর্তি সেনাবাহিনীর জন্য, কুর্নিশ করছে বিশ্ব

গোটা দেশে যদিও ধোনির সমর্থনে ঢেউ নেমেছে। রাজনীতি থেকে ক্রীড়া মহল প্রত্যেকেই গ্লাভসে 'বলিদান' রাখার পক্ষেই সওয়াল করছেন। এই বিতর্কে ধোনির পাশে ক্রিকেট বোর্ড তো বটেই রীতেশ দেশমুখ, সুরেশ রায়না, মিলখা সিং, সুশীল কুমার, যোগেশ্বর দত্ত, স্মৃতি ইরানি, গৌতম গম্ভীর আর হকির ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সর্দার সিংয়ের মত তারকারা ধোনিকেই সমর্থন জানিয়েছেন। আইসিসি নিষেধাজ্ঞা জারি করলেও বিসিসিআই-ও প্রস্তুতি নিচ্ছে মাঠের বাইরের যুদ্ধে জেতার জন্য়। এমন অবস্থার পরিপ্রেক্ষিতেই উলটো স্ট্যান্স নিলেন বাইচুং ভুটিয়া। তিনি জানাচ্ছেন, যদি গ্লাভসে সেনার প্রতীক ক্রিকেটের পরিপন্থী, তা হলে খুলে নিতে আপত্তি কোথায়!

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচেই ধোনি নিজের গ্লাভসে আধাসেনার প্রতীক লাগিয়ে মাঠে নেমেছিলেন। গ্লাভসে সেনার প্রতীক লাগিয়ে দেশের জওয়ানদের প্রতি এমন শ্রদ্ধার্ঘ্যকে কুর্নিশও করেছে গোটা বিশ্ব। ভারতীয় আধা সেনা তিন কোনা এক বিশেষ ধরনের ছুরির ছবি প্রতীক হিসেবে ব্যবহার করে। এর প্রতীকী নাম ‘বলিদান’। সেই বলিদান-গ্লাভসই এবার দেখা গিয়েছিল বিশ্বকাপে। সৌজন্যে মাহি। বুধবারে ম্যাচ চলাকালীন সময়ে দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ফেলুকাওয়ে-কে স্ট্যাম্পিং করার সময়ে ঘটনাটি নজরে আসে ভক্তদের।

ICC BCCI MS DHONI Cricket World Cup
Advertisment