জার্সিতে লাল কোথায়? চেনা পরিচিত লাল-সবুজ জার্সি নয়। স্রেফ সবুজ রঙের জার্সিতেই বিশ্বকাপে খেলতে উদ্যোগী হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফটোসেশনও হয়ে গিয়েছিল। তবে সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের ব্যারাকিংয়ের সামনে পড়ে জার্সি বদলাতে বাধ্য হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমন ঘটনা অভাবনীয়।
বাংলাদেশের জাতীয় পতাকার সবুজ রঙের মধ্যে রয়েছে লাল গোল বৃত্ত। লাল-সবুজ রঙের সংমিশ্রনেই বাংলাদেশের ক্রিকেট দলের জার্সি। তবে এবারেই ব্যতিক্রমী ঘটনা ঘটেছিল। বিশ্বকাপের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে নতুন ডিজাইনের জার্সিতে ফোটোসেশন সেরে ফেলেছিলেন মাশরাফি মোর্তাজা অ্যান্ড কোং। তারপরেই জার্সিতে লাল রঙের অনুপস্থিতির জন্য সমর্থকেরা ফেটে পড়েন। ক্ষোভ উগরে দেন সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন
সেই ঘটনা বিসিবি কর্তাদেরও কানে পৌঁছোয়। তড়িঘড়ি সমর্থকদের ক্ষোভ প্রশমন করার উদ্যোগ নেওয়া হয়। আইসিসি-র কাছ থেকে অনুমতি নিয়েই জার্সি বদলের প্রক্রিয়া শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি সভাপতি নাজমুল হাসান সংবাদমাধ্যমে বলেন, "জার্সির উদ্বোধন হওয়ার পর বোডের পদাধিকারীদের সঙ্গে আলোচনায় বসেছিলাম। যাতে নতুন করে জার্সির ভাবনা করা যায়।'' এরপরে তিনি আরও বলেন, "জার্সিতে লাল রঙ নেই এটা কেউ প্রথম লক্ষ করে। তারপরেই আমরা জার্সিতে লাল রঙ যোগ করার সিদ্ধান্ত নি-ই।" কেন লাল রঙ ছাড়াই জার্সির ডিজাইন করা হল? নাজমুল হাসান বলেন, "প্রাথমিকভাবে আইসিসি আমাদের জার্সিতে লাল রঙ রাখতে বারন করেছিল। এছাড়া আমাদের আরও একটি জার্সি রয়েছে যেটা পুরো লাল রঙের।''
নতুন রঙের জার্সি কেমন হবে? জানা গিয়েছে, নতুন ডিজাইন করা জার্সিতে লাল রঙের উপরে দেশের নাম খোদাই করা থাকবে। প্রসঙ্গত, ১৯৯৯ এবং ২০০০ সালের এশিয়া কাপে বাংলাদেশ হলুদ-সবুজ জার্সিতে মাঠে নেমেছিল।