অপ্রতিরোধ্য গতিতে উড়তে থাকা কোহলির টিম ইন্ডিয়া ধাক্কা খেয়েছে ইংল্যান্ডের কাছে সপ্তম ম্যাচে। যদিও সেই হার প্রশ্নবিদ্ধ। পরাজয়ে কোহলিদের কোনও আপাত ক্ষতি না হলেও, অনেক সমীকরণ লুকিয়ে ছিল ভারত-ইংল্যান্ড ম্যাচে। ভারতের জয়ে সেমিফাইনালে যাওয়া আরও মসৃণ হত বাংলাদেশ, পাকিস্তানের। তবে ভারতকে হারিয়ে সেমিতে যাওয়ার বিষয়ে এখন ফেভারিট ইংল্যান্ড।
অনেকেরই বক্তব্য, ভারত জয়ের মানসিকতা নিয়ে খেলেনি। ৩৩৮ রান তাড়া করতে নেমে ভারত পুরোপুরি ম্যাচে ছিল। তবে কোহলি ও হার্দিক পাণ্ডিয়া আউট হওয়ার পরেই ধোনি-কেদার যাদব নিজেদের গুটিয়ে নেন অদ্ভূতভাবে। যেখানে বড় শট খেলা প্রয়োজন ছিল, সেখানে বিস্ময়কর ব্যাটিং করে যান ধোনিরা। সিঙ্গলস নিয়ে খেলে যাচ্ছিলেন। এতে ধারাভাষ্য দেওয়ার সময়েই অসন্তোষ প্রকাশ করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পরে জাতীয় স্তরের একাধিক ক্রিকেট ব্যক্তিত্ব কোহলিদের এমন খেলায় সমালোচনায় সরব হয়েছেন।
আরও পড়ুন মোদীর জন্যই হার ধোনিদের! বিস্ফোরক তথ্য উঠে এল ইংল্যান্ডের কাছে হারের পরেই
জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি আবার এই হারে দায়ী করেছেন কমলা জার্সিকে। তাঁর পরোক্ষ তির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে। এমনই টালমাটাল সময়ে বাংলাদেশের সমর্থকরা সরাসরি ভারতকে গট-আপ খেলার জন্য অভিযুক্ত করেছেন। তাঁদের বক্তব্যের নির্যাস একটাই, বাংলাদেশ ও পাকিস্তানকে সেমিফাইনালের দৌঁড় থেকে ছিটকে দেওয়ার জন্য় ধোনিরা ইচ্ছাকৃতভাবে জয়ের চেষ্টা করেনি।
ফরহাদ টিটু নামে একজন বাংলাদেশি ক্রিকেট সমর্থক নিজের ফেসবুকে সারকাজম করেন, "ইন্ডিয়া জিতার জন্য এত্ত চেষ্টা করতেছে...চিন্তাই করা যায় না !" মাহবুব রহমান নামে একজন ফেসবুকে লেখেন, "ভারতের ব্যাটিং দেখে মনে হয়েছে তাদের জেতার কোনো ইচ্ছাই ছিলো না। আরও একটা পাতানো ম্যাচ!!!"
বাংলাদেশিদের নিশানায় ধোনি ছাড়াও উঠে এসেছে চাহালের নাম। কৃপণ বোলার হিসেবে সুনাম রয়েছে তারকা স্পিনারের। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে উদারহস্তে রান খরচ করেছেন তিনি। বাংলাদেশিদের সন্দেহের দৃষ্টিতে চাহালও। অভিযোগ ইচ্ছাকৃতভাবে খারাপ বোলিং করেছেন তিনি। ১০ ওভার বল করে ৮৮ রান দিয়েছেন তিনি। সেই হিসেবে লজ্জার রেকর্ড করে ফেললেন চাহালও। বিশ্বকাপে কোনও ভারতীয় বোলার হিসেবে সবথেকে বেশি রান দেওয়ার নজির গড়েছেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে জাভাল শ্রীনাথের। ২০০৩ সালে ৮৭ রান খরচ করেছিলেন তিনি।
সবমিলিয়ে হার নয়, ভারতের খেলোয়াড়সুলভ মানসিকতাকেই প্রশ্ন করছে বাংলাদেশ!