Advertisment

ICC Cricket World Cup 2019: ঘোর সমস্যায় কোহলিদের বিশ্বকাপ-যাত্রা, ক্রিকেটারদের ইংল্যান্ডে পাঠানোই চ্যালেঞ্জ

ভারতের বিজনেস ক্লাসে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ মিলিয়ে মোট ৩০টি আসনের প্রয়োজন। আসলে নেট বোলার হিসেবে আরও চারজন অতিরিক্ত বোলারদের নিয়ে যাওয়া হচ্ছে ইংল্যান্ডে।

author-image
IE Bangla Web Desk
New Update
virat kohli

অনিশ্চিত কোহলিদের বিশ্বকাপ যাত্রা

জেট এয়ারওয়েজের উড়ান বন্ধ। বিপাকে পড়ে বন্ধ হয়ে গিয়েছে ভারতীয় উড়ান সংস্থা। এতে সমস্যায় পড়েছেন সাধারণ যাত্রীরা। পাশাপাশি, প্রবল সঙ্কটে পড়ে গিয়েছে বিসিসিআই-ও। বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটারদের জেট এয়ারওয়েজের ফ্লাইটেই নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বোর্ডের। সূত্রের খবর, ২২ তারিখেই জেট এয়ারওয়েজের ফ্লাইটে ধোনিদের ইংল্য়ান্ডে পাড়ি দেওয়ার বিষয় ছিল পুরো পাকা। এমন অবস্থায় শিরে সংক্রান্তির মতো জেট এয়ারওয়েজের উড়ান বন্ধের কথা ঘোষণা করা হয়। সবমিলিয়ে এখনও বিশ বাঁও জলে কোহলিদের বিশ্বকাপ-যাত্রা।

Advertisment

আরও পড়ুন ICC Cricket World Cup: ধোনির সাহচর্যে বিশ্বকাপে বাঙালি কিংবদন্তির নাতি, মরুদেশে রূপকথা অন্য ঋষভের

সূত্রের খবর, ভারতের বিজনেস ক্লাসে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ মিলিয়ে মোট ৩০টি আসনের প্রয়োজন। আসলে নেট বোলার হিসেবে আরও চারজন অতিরিক্ত বোলারদের নিয়ে যাওয়া হচ্ছে ইংল্যান্ডে। সেই কারণেই অতিরিক্ত সিটের বন্দোবস্ত।

বোর্ডের এক শীর্ষ কর্তা মুম্বইয়ের এক ট্যাবলয়েডকে জানান, পুরো ঘটনায় বিসিসিআই বেশ সমস্যায় পড়েছে। এখন ক্রিকেটারদের ২২ তারিখের আগে-পরে ইংল্য়ান্ডে নিয়ে যাওয়া রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সূত্রের খবর, জেট এয়ারওয়েজের সমস্য়ার পরে এমিরেটসের দ্বারস্থ হয়েছে বিসিসিআই। এমিরেটস আবার বিশ্বকাপের অন্যতম স্পনসর। পাশাপাশি ভার্জিনের উড়ান সংস্থার সঙ্গেও কথাবার্তা চলছে বিসিসিআইয়ের। কারণ, গত ইংল্য়ান্ড সফরে ভার্জিন উড়ানেই কোহলিরা পাড়ি দিয়েছিলেন বিলেতে।

জানা গিয়েছে, শুধু বিসিসিআই-ই নয়, চলতি আইপিএলে বিভিন্ন ফ্র্য়াঞ্চাইজি একই কারণে সমস্যায় পড়েছে এক শহর থেকে ক্রিকেটারদের অন্য শহরে নিয়ে যাওয়ার সময়ে।

বিসিসিআই অবশ্য আশাবাদী নির্ধারিত দিনেই ইংল্যান্ডে যাত্রা দেবে ভারতীয় ক্রিকেটের উড়ান। এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৫ মে নির্ধারিত দিনেই প্রস্তুতি ম্যাচে খেলতে নামবে টিম ইন্ডিয়া।

BCCI ICC Cricket World Cup
Advertisment