Advertisment

ICC Cricket World Cup 2019: এক হাতে ঈগলের মতো ছোঁ মেরে ক্যাচ! সেরা ঘটনা টুর্নামেন্টের শুরুতেই

ম্যাচের পরে হিসেব করে দেখা যায় প্রায় ৭ ফুট লাফিয়ে পাখির মতো ছোঁ মেরে ক্যাচ লুফে নিয়ছেন তিনি। তারপরেই প্রশ্ন উঠে গিয়েছে, বিশ্বকাপের এটাই সেরা ক্যাচ কিনা!

author-image
IE Bangla Web Desk
New Update
Ben stokes

বেন স্টোকসের সেই অবিশ্বাস্য ক্যাচ (ফেসবুক)

বিশ্বকাপের ইতিহাসের সেরা ক্যাচ কি দেখে ফেলল টুর্নামেন্টের প্রথম দিন-ই? ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচের পরেই প্রশ্ন উঠে গিয়েছে বেন স্টোকসের মহা-কীর্তির জন্য! এক ক্যাচ ধরেই 'বিগ বেন' থেকে ব্রিটিশ মিডিয়ায় স্রেফ হয়ে উঠেছেন 'বেন টেন'! অর্থাৎ যে একাই দশজনের সমান।

Advertisment

শুরুতে ব্যাট হাতে ধুন্ধুমার। তারপর বল হাতেও ভেলকি! মাঝে ফেহলুকোওয়ায়োকে অবিশ্বাস্য ক্যাচে ফেরত পাঠানো। বিশ্বকাপ শুরুর দিনেই আলোচনায় বেন স্টোকস। ৩১২ রানের টার্গেট তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা রান চেজ করছিল সাধ্যমতো। তবে ৩৫তম ওভারে মনে রাখার মতো ঘটনা।

ICC Cricket World Cup 2019: প্রথম ম্যাচে নামার আগেই ধাক্কা অস্ট্রেলিয়ার, একনম্বর তারকা হয়তো নেই

আক্রমণে ছিলেন আদিল রশিদ। ইংরেজ স্পিনারকে মিড অনের উপক দিয়ে সুইপ করেছিলেন আন্দিল ফেহলুকোওয়ায়ো। জোরালে শট বাউন্ডারি প্রায় পেরিয়ে যাচ্ছিল। তবে বেন স্টোকস দেখালেন ফিটনেসের অবিশ্বাস্য সংজ্ঞা। পুরোপুরি অ্যাক্রোবেটিক স্টাইলে উলটো দিকে ঝাঁপিয়ে বাঁ হাতে ক্য়াচ তালুবন্দি করেন।


ম্যাচের পরে হিসেব করে দেখা যায় প্রায় ৭ ফুট লাফিয়ে পাখির মতো ছোঁ মেরে ক্যাচ লুফে নিয়ছেন তিনি। তারপরেই প্রশ্ন উঠে গিয়েছে, বিশ্বকাপের এটাই সেরা ক্যাচ কিনা! প্রাক্তন ইংরেজ স্পিনার গ্রেম সোয়ান যেমন বলেই দিয়েছেন, "আমার দেখা এটা ক্রিকেট ইতিহাসের সেরা ক্যাচ। কখনোই ভোলার মত নয়। অবিশ্বাস্য। এক অসাধারণ ক্যাচ ছিল এটা।" ইয়ান বিশপও সোয়ানের সঙ্গে একমত, "সর্বকালের অন্যতম সেরা ক্যাচ ধরতে দেখলাম বেন স্টোকসকে। দুর্দান্ত অ্যাথলেট।" সতীর্থ স্টুয়ার্ট ব্রড আবার নিজের একটি মুখ ঢাকা ছবি পোস্ট করে লেখেন, "লাউঞ্জে দাঁড়িয়ে ক্যাচটা দেখার পরে এটাই আমার প্রতিক্রিয়া।"

cricket Ben Stokes England Cricket World Cup
Advertisment