Advertisment

ভারতের বিজ্ঞাপনে 'মডেল' সরফরাজ, বিশ্বকাপের মাঝেই ফের একবার হুল্লোড়

ICC Cricket World Cup 2019: সরফরাজকে নিয়ে ফের বিজ্ঞাপনী হুল্লোড়। এবার তাঁর হাই-তোলা কার্টুন ব্যবহার করছে ডাবর ইন্ডিয়া। সমালোচনা, ট্রোলিংয়ের পাল্লায় সরফরাজ মোটেই ভাল নেই।

author-image
IE Bangla Web Desk
New Update
Sarfaraz Ahmed

ম্যাচের উত্তাপেও ঘুম পেল সরফরাজের (ফেসবুক)

সরফরাজ আহমেদ! বিশ্বকাপের শুরু থেকেই নেতিবাচক কারণে শিরোনামে একাধিকবার। কখনও বাকিংহ্যাম প্যালেসে ট্র্যাডিশনাল পোশাক পড়ে গিয়ে। কখনও আবার পৃথুল শরীর নিয়ে শোয়েব আখতারের কটাক্ষের শিকার হয়ে। তারপরে তো রয়েইছে ভারত ম্যাচে তাঁর বিখ্যাত হাই-তোলা কাণ্ড! সবমিলিয়ে সরফরাজ আহমেদের সময়টা যে মোটেই ভাল যাচ্ছে না। তা বলাই বাহুল্য।

Advertisment

সরফরাজের সেই হাই-কাণ্ডেই ফের একবার শিরোনামে তিনি। দেশের এক ওষুধ নির্মাতা সংস্থা সরফরাজকে তাঁদের বিজ্ঞাপণী পন্যের মডেল হিসেবে বেছে নিয়েছে। অবশ্য সশরীরে সরফরাজ কোনও বিজ্ঞাপনী শ্যুটিংয়ে অংশ নিচ্ছেন না। কারণ, সরফরাজের হাই-তোলা ছবিই নিজেদের বিজ্ঞাপনী প্রচারে ব্যবহার করছে সেই সংস্থা।

আরও পড়ুন ম্যাচের মাঝেই ‘হাই’ সরফরাজের! ভুড়ি বিতর্কের পরে নয়া বিতর্কে পাক-নেতা

দেশের প্রথমসারির আয়ুর্বেদিক হেলথকেয়ার সংস্থা ডাবর ইন্ডিয়া লিমিটেড সম্প্রতি একটি বিজ্ঞাপন বানিয়েছে। ডাবরের সেই কাফ সিরাপের পোস্টারে দেখা যাচ্ছে, সরফরাজের হাই-তোলা ছবিটির কার্টুন আঁকা হয়েছে। তাঁর ক্যাপশনে লেখা, "গুরুত্বপূর্ণ মুহূর্তে ঝিমিয়ে পড়লে তাঁর মূল্য চোকাতে হয়। এই সিরাপ পান করলে তন্দ্রাচ্ছন্নতা আসবে না।"

প্রসঙ্গত, ভারতীয় ইনিংসের শেষদিকে বৃষ্টি নামে। কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পরে ফের শুরু হয় ভারতের ইনিংস। সেই সময়েই মেঘলা বৃষ্টিস্নাত আবহাওয়ায় বেশ আলসেমি করে হাই তুলতে থাকলেন সরফরাজ আহমেদ। দু-হাত নাড়িয়ে আলসেমির ডাকে সাড়াও দিলেন তিনি। তারপরেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। দেশে-বিদেশে তুমুল সমালোচিত হন তিনি। তাঁর পেশাদারিত্ব নিয়েই প্রশ্ন উঠে যায়।

সেই ছবিই এবার ভারতের আয়ুর্বেদিক সংস্থা ব্যবহার করছে অন্যরকমভাবে। যেখানে মডেল স্বয়ং সরফরাজ।

pakistan Cricket World Cup
Advertisment