/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/David-Warner_759.jpg)
বাবা হচ্ছেন ওয়ার্নার (ফেসবুক)
বিশ্বকাপের আগেই সুখবর পেলেন ডেভিড ওয়ার্নার। বিশ্বকাপের মাঝেই বাবা হচ্ছেন তিনি। তাই সন্তানসম্ভবা স্ত্রী-কে নিয়েই ইংল্যান্ডে উড়ে গিয়েছেন তারকা অস্ট্রেলীয়। বিশ্বকাপ ও তারপরে অ্যাসেতজ সিরিজ। দেশ থেকে আপাতত তিন মাস বিদেশে কাটাতে হবে। সেখানেই নবাগত সন্তানের মুখ দেখবেন তিনি। সন্তানসম্ভবা স্ত্রী-কে যাতে সবসময় পাশে পান, সেইজন্যই সস্ত্রীক ইংল্যান্ডে আপাতত ওয়ার্নার ও ক্যান্ডিস ওয়ার্নার।
দক্ষিণ আফ্রিকায় বল বিকৃতি কাণ্ডের পরে দীর্ঘ সময়ে নির্বাসনে কাটাতে হয়েছিল। সেই সময় হতাশায় ওয়ার্নারের স্ত্রী-র গর্ভপাত হয়ে গিয়েছিল। সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা আগেই জানিয়েছিলেন অজি ওপেনার। তারপরে নির্বাসন কাটিয়ে স্বমহিমায় প্রত্যাবর্তন ঘটিয়েছেন বাইশ গজে। আইপিএল মাতিয়েছেন ব্যাট হাতে। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে দুরন্ত পারফরম্যান্স মেলে ধরেছিলেন তারকা।
ICC Cricket World Cup 2019: নিউজিল্যান্ডের বিরুদ্ধে নেই, বিশ্বকাপ অভিযান-ই কী শেষ বিজয়ের
তারপরে এবার তাঁর কাছে মিশন বিশ্বকাপ ও অ্যাসেজ। সম্ভবত, এটাই শেষ বিশ্বকাপ হতে চলেছে ওয়ার্নারের। বিদায়ী বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে চেষ্টার কার্পণ্য করছেন না তিনি। আর পাশে সহধর্মিনীকে পেলে তো কথাই নেই।
Outstanding finish to your ipl season @davidwarner31. The girls and I are forever proud of you. Your work ethic and your never give up attitude is inspirational. We love you. ???????? @sunrisershyd#ipl#orangearmypic.twitter.com/qnxkGXBwgk
— Candice Warner (@CandyFalzon) April 29, 2019
এমনিতে ওয়ার্নার নিজের দুই মেয়ের কথা বলতেই অজ্ঞান! প্রায়ই সোশ্যাল মিডিয়ায় মেয়েদের সঙ্গে খুনসুটি করার ছবি পোস্ট করেন তিনি। নিজেকে পারফেক্ট ড্যাড হিসেবে মেয়েদের কাছে হাজির হতে চান, একথা সাক্ষাৎকারে বলেছিলেন। এবার তৃতীয় সন্তানের প্রতীক্ষা। বিশ্বকাপে সেই নবাগত সন্তানের মুখ দেখেই ব্যাটে ঝড় তুলতে চান তিনি।