Advertisment

ICC Cricket World Cup 2019: ধোনি কি বাংলাদেশের ফিল্ডিং পরিবর্তন করেছেন! জানুন আসল সত্যি

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বাংলাদেশের সাব্বির রহমানকে ডেলিভারির মাজপথে আটকে ফিল্ডিং বদলানোর পরামর্শ দিচ্ছেন ধোনি।

author-image
IE Bangla Web Desk
New Update
ms dhoni_lead

ধোনির ফিল্ডিং সাজানো নিয়ে জল্পনা অব্যাহত (ফেসবুক)

ভারত বনাম বাংলাদেশ! যতই প্রস্তুতি ম্যাচ হোক না কেন, প্রতিবেশী দুই দেশের বাইশ গজের লড়াই নিয়ে উত্তেজনা ছিলই। সেই ম্যাচেই বাংলাদেশ অবলীলায় বধ। ভারতের সহজ জয়ে নায়ক ধোনি ও লোকেশ রাহুল। তবে ম্যাচ-শেষে ধোনি-ই শিরোনামে! না ব্যাটে দুর্ধর্ষ রানের করার জন্য নয়। স্রেফ অধিনায়কত্ব করার জন্য। তাও আবার ভারতের নয়, বলা হচ্ছে, তিনি নাকি বাংলাদেশের হয়েই ক্যাপ্টেন্সিপ করেছেন ব্যাট করার সময়ে। ফিল্ডিং সাজিয়ে দিতে সাহায্য করেছেন।

Advertisment

খবর শুধু নয়, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বাংলাদেশের সাব্বির রহমানকে ডেলিভারির মাজপথে আটকে ফিল্ডিং বদলানোর পরামর্শ দিচ্ছেন ধোনি। আর কিংবদন্তির পরামর্শ অক্ষরে অক্ষরে পালন-ও করছেন সাব্বির। মিড উইকেট থেকে স্কোয়্যার লেগে ফিল্ডারকে সরিয়ে দেন সাব্বির।

আরও পড়ুন

ICC Cricket World Cup 2019: ধোনির ছক্কার পরেই বিরাটের গালি! ভাইরাল ভিডিওয় শুরু বিতর্ক

সবমিলিয়ে ধোনি যেমন লার্জার দ্যান লাইফ চরিত্রে উঠে এসেছিলেন, গোটা বিশ্বের ক্রিকেট ভক্তদের কাছে বাদশা হিসেবে অবতীর্ণ হচ্ছিলেন। অন্যদিকে, বাংলাদেশকে তুমুল সমালোচিত হতে হচ্ছিল। ব্যঙ্গ, বিদ্রুপের শিকার হয়ে বাংলাদেশ বিশ্বকাপ শুরুর আগেই নেতিবাচক কারণে শিরোনামে উঠে এসেছিল।

যদিও আসল ঘটনা নাকি সম্পূর্ণ আলাদা। অন্তত, বাংলাদেশ প্রচারমাধ্যম সেটাই বলছে। জানানো হচ্ছে, ধোনি মোটেই বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দেননি। ভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে সাব্বির ফিল্ডার বদলাতে বাধ্য হন। ৪০ তম ওভারে সাব্বির যখন বোলিং প্রান্তে বল শুরু করার প্রস্তুতি নিচ্ছেন, তখন ধোনি-ই তাঁকে থামান। আসলে শর্ট মিড উইকেটের ফিল্ডার অন্য পজিশনে যাচ্ছিলেন। এটাই ধোনির নজরে আসে। পাশাপাশি, মিড উইকেটে দাঁড়ানো ফিল্ডারের পজিশন নিয়েও তিনি ধোঁয়াশায় ছিলেন। এরপরেই সেই ফিল্ডারকে নাকি স্কোয়ার লেগে পাঠিয়ে দেন সাব্বির। আর এতেই নাকি ক্রিকেট দুনিয়ায় ভুল বার্তা ছড়িয়ে পড়ে। বলা হতে থাকে, ধোনির পরামর্শ মেনে ফিল্ডিং পজিশন বদল করেছে বাংলাদেশ দল।

যদিও ঘটনা সম্পূর্ণ অন্য। বলছে বাংলাদেশি প্রচারমাধ্যম। সবমিলিয়ে বাংলাদেশি প্রচারমাধ্যম নাকি বাকি সোশ্যাল মিডিয়া- কে সত্যি কে মিথ্যা, তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত।

Bangladesh ICC Cricket World Cup
Advertisment