Advertisment

প্রবল দুশ্চিন্তায় কোহলিরা, বিশ্বকাপ শুরুর আগেই চোটের কবলে জোড়া তারকা

দুই তারকার চোটের সময়েই উপস্থিত ছিলেন দলের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। তবে তিনি কোনও প্রাথমিক প্রতিক্রিয়া দেননি। সরকারি কোনও বিবৃতি আসেনি টিম ইন্ডিয়ার তরফেও।

author-image
IE Bangla Web Desk
New Update
ms dhoni in team india practice_759

জাতীয় দলের অনুশীলনে ধোনিরা (বিসিসিআই)

বিশ্বকাপে বল গড়ানোর আগেই বিপত্তি ভারতীয় শিবিরে। শনিবারে দুপুরেই প্রথম প্রস্তুতি ম্যাচে নামছে বিরাট কোহলি অ্যান্ড কোং। সেই ম্যাচের আগেই অনুশীলনে জোড়া ধাক্কা। শিখর ধাওয়ান ও বিজয়শঙ্কর- ভারতীয় ব্যাটিং অর্ডারের দুই স্তম্ভ-ই চোটের কবলে। অনুশীলন চলছিল কেনসিংটন ওভালে। সেখানেই অনুশীলনে শিখর ধাওয়ান থ্রো-ডাউন নিচ্ছিলেন বাঙ্গারের কাছ থেকে। সেই সময়ে হেলমেটে সরাসরি বল লাগে ধাওয়ানের। উঠে আসা বল আচমকা বাউন্স করে হেলমেটে আছড়ে পড়ে। প্রাথমিকভাবে কিছু না হলেও ঠোঁটে আঘাত পেয়েছেন গব্বর। সেই বল ঠোঁটে লেগে সামান্য রক্তপাতও হয়েছে।

Advertisment

পাশাপাশি, চিন্তা বাড়িয়েছেন বিজয় শঙ্করও। ভারতীয় ব্যাটিং অর্ডারে বহু আলোচিত চার নম্বর স্থানে ব্যাট হাতে নামতে পারেন দক্ষিণী অলরাউন্ডার। সেই তিনি-ই অনুশীলনে হাতে চোট পেয়েছেন। দলের সঙ্গে নেট বোলার হিসেবে ইংল্যান্ডে গিয়েছেন খলিল আহমেদ। খলিলের বলেই ডান হাতে চোট বিজয়ের। জানা গিয়েছে, চোট পাওয়ার পরেও ধাওয়ান খোশমেজাজেই ছিলেন। নিউজিল্যান্ডের ম্যাচে নামতেই পারেন তিনি। তবে বিজয়ের চোটের বিষয়ে বিশদে জানা যায়নি।

বিশ্বকাপে ভারত-পাক মহারণ! তার আগেই ধোনিকে নিয়ে বেনজির কীর্তি পাক সমর্থকের

চোট লাগার পরেই বরফ ঘষতে ঘষতে বেরিয়ে যান তিনি। যাতে আশঙ্কার চোরাস্রোত বয়ে গিয়েছে ভক্তদের কাছে। তাঁর ইনজুরি-আপডেটের জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছে ভারতীয় সমর্থকরা।

দুই তারকার চোটের সময়েই উপস্থিত ছিলেন দলের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। তবে তিনি কোনও প্রাথমিক প্রতিক্রিয়া দেননি। সরকারি কোনও বিবৃতি আসেনি টিম ইন্ডিয়ার তরফেও। শনিবারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ম-আপ ম্যাচে দুই তারকাকে রেখেই দল সাজানো হয় কিনা, সেটাই আপাতত দেখার।

cricket Cricket World Cup
Advertisment