সেমিফাইনালে খেলার মাঝেই বড় ধাক্কা। চোট পেয়ে এবার মাঠ ছাড়তে হল হার্দিক পাণ্ডিয়াকে। তারকা অলরাউন্ডার কুঁচকির সমস্যায় ভুগছিলেন।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে কিউয়ি ব্যাটসম্যানরা সমস্যায় পড়ে গিয়েছিলেন। শুরুতে বুমরা-ভুবনেশ্বর রীতিমতো ত্রাসের সঞ্চার করেছিলেন কিউয়ি ব্যাটসম্যানদের সামনে। প্রথম ৪ ওভারে উঠেছিল মাত্র ২ রান। আউট হয়েছিলেন মার্টিন গুপ্টিল। চতুর্থ ওভারেই আউট গাপ্টিল। বুমরার আউট সুইঙ্গারে স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নিলেন তিনি। মেঘলা আবহাওয়ায় বুমরা, ভুবনেশ্বরকে খেলতে রীতিমতো হিমশিম খাচ্ছিল কিউয়ি ব্যাটসম্যানরা।
আরও পড়ুন India vs New Zealand Live Score: নিকোলসকে ফিরিয়ে ভারতকে ব্রেক থ্রু দিলেন জাদেজা
বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতীয় তারকার! একটিও ম্যাচ না খেলে ফিরতে হবে
এর মধ্যে প্রথম ২ ওভারে স্কোরবোর্ডে কোনও রানই যোগ করতে পারেননি গাপ্টিল, হেনরি নিকোলস। তৃতীয় ওভারেও ভুবনেশ্বর কুমারেরও ওভারে উঠেছিল মাত্র ১ রান। তারপর দ্বিতীয় ওভারে বুমরার তৃতীয় বলেই আউট গাপ্টিল। প্রাথমিক গোলাগুলি সামলে নিউজিল্যান্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ ছিল কেন উইলিয়াসন এবং হেনরি নিকোলসের সামনে। দু-জনের পার্টনারশিপে হাফসেঞ্চুরি হয়ে গিয়েছিল। সেখান থেকে ভারতকে ব্রেক থ্রু এনে দেন রবীন্দ্র জাদেজা।
তার মধ্যেই হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে অস্বস্তি শুরু হয়েছে। বুমরা-ভুবির প্রথম স্পেলের শেষে ওয়ান চেঞ্জ বোলার হিসেবে নিয়ে আসা হয়েছিল হার্দিককে। তবে কয়েক ওভার বল করার পরেই সমস্যা শুরু হয়। প্রাথমিকভাবে ধারণা, হার্দিক পাণ্ডিয়ার কুঁচকিতে সমস্যা হয়েছে। বোলিং করার সময়ে বেশ বোঝা যাচ্ছিল তারকা অলরাউন্ডারের অস্বস্তি। একবার তো রান আপ থামিয়েই দিলেন। ফিজিও প্যাট্রিক ফারহাতকেও দেখা গেল ইঙ্গিতে বিষয়টি বুঝতে চাইছেন। কোহলি-পাণ্ডিয়া ছোট আলোচনাও হল মাঠের মধ্যে। তারপরেই পাণ্ডিয়া মাঠ ছাড়লেন। বড় সমস্যার সামনে ভারত। পাঁচ স্পেশালিস্ট বোলারই খেলছেন।
যদিও পরের আপডেট অনুযায়ী, হার্দিক মাঠে ফিরে এসেছেন প্রাথমিক শ্রুশ্রুষার পরে। বোলিংও করছেন। তবুও চিন্তা রয়ে যাচ্ছে।
এদিকে, ভারতের একাদশে জায়গা মিলল না শামি। পাশাপাশি ফেরানো হল না কুলদীপ যাদবকেও। দুই স্পিনার হিসেবে একাদশে রয়েছেন রবীন্দ্র জাদেজা এবং চাহাল। বুমরার সঙ্গী ভুবনেশ্বর কুমার।