টাকা ফেরত দেবে আইসিসি। বেনজির বিক্ষোভের সামনে পড়ে এমনই সিদ্ধান্ত নিচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তিন দিন আগে উদ্বোধনী অনুষ্ঠানের মতো দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তানের খেলা দেখতে এসে বঞ্চনার শিকার হন দর্শকরা। টিকিট পেতে দেরি হওয়ায় প্রায় হাজার খানেক দর্শক খেলা উপভোগ করতে পারেননি। পুরো ঘটনার জন্য ক্ষমা চেয়ে অর্থ ফেরত দেবে, জানাল আইসিসি।
জানা গিয়েছে, ট্রেন্ট ব্রিজের পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের টিকিট বিক্রি আগেই শেষ হয়ে গিয়েছিল। তবে বেশ কিছু দর্শক স্টেডিয়ামের প্রবেশপথে এসেছিলেন টিকিট সংগ্রহ করতে। কিন্তু কাগজ প্রিন্টের ঝামেলায় দেড় ঘণ্টার মতো অপেক্ষা করতে হয়।
আরও পড়ুন
ততক্ষণে ম্যাচটি অর্ধেকের বেশি শেষ। কারণ, পাকিস্তান ক্যারিবিয়ানদের সামনে কার্যত দাঁড়াতেই পারেনি। অলআউট হয়ে যায় মাত্র ১০৫ রান। জবাবে রান তাড়া করতে নেমে ১৩.৪ ওভারেই সেই রান তুলে দেয় ওয়েস্ট ইন্ডিজ। ক্রিস গেইল ও নিকোলাস পুরান ঝোড়ো গতিতে ব্যাটিং করে তাড়াতাড়ি জয় ছিনিয়ে নেন। ৩৫ ওভারের কাছাকাছি দু-ইনিংস খতম হয়ে যায়। দু-ঘণ্টার কিছু বেশি ম্যাচের স্থায়িত্ব হওয়ায় দর্শকরা পাকিস্তানের ইনিংস দেখতে পারেননি।
এর পরেই ক্ষমা চেয়ে আইসিসি থেকে জানানো হয়, যারা নির্ধারিত সময়ে মাঠে প্রবেশ করতে পারেনি, তারা টিকিটের পুরো অর্থ ফেরত পাবে।
এদিকে টুর্নামেন্টের শুরুতেই এমন ঘটনায় কলঙ্কিত হল আয়োজক দেশ ইংল্যান্ড ও ওয়েলশ। ব্রিটিশ প্রচারমাধ্যমে অবশ্য জানা গিয়েছে, বক্স অফিসের দুই থেকে তিনজন কর্মী অসুস্থ হয়ে পড়ায় এমন ঘটনা ঘটল।