Advertisment

ভারত-পাক মেগা ম্যাচ না-ও হতে পারে, ম্যাচ শুরুর আগেই অনিশ্চয়তা

ICC Cricket World Cup 2019: ইতিমধ্যেই বিশ্বকাপে বৃষ্টির জেরে পণ্ড হয়েছে চারটে ম্যাচ। আগের ম্যাচে ভারত-নিউজিল্যান্ডের মারকাটারি ম্যাচেও বল গড়ায়নি। রবিবারেও ম্যাঞ্চেস্টারের আকাশে কালো মেঘের ঘনঘটা।

author-image
IE Bangla Web Desk
New Update
India Vs Pakistan 2019 Live Score: ICC World Cup 2019 India Vs Pakistan Live Score, India Vs Pakistan Live Scorecard

India Vs Pakistan 2019 Live Score: ICC World Cup 2019 India Vs Pakistan Live Score, India Vs Pakistan Live Scorecard

রবিবার ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে শেষ হাসি হাসবে কে! ভারত, পাকিস্তান নাকি বৃষ্টি! মহারণ ঘিরে ক্রিকেট বিশ্ব উত্তেজনায় আক্রান্ত। ক্রিকেট-জ্বরে ভুগছেন প্রত্যেকেই। একদিকে, কোহলিদের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির বদলা নেওয়ার সুযোগ। অন্যদিকে, পাকিস্তানের সামনে বিশ্বকাপে ভারতকে থামানোর চ্যালেঞ্জ। ছোট ছোট ডুয়েল, ক্রিকেটীয় সংঘাত সরিয়ে রাখলে কিন্তু আবহাওয়ার দিকেও নজর থাকছে। কারণ, আবহাওয়ার পূর্বাভাসেই বলা হচ্ছে, বৃষ্টির সম্ভবনা রয়েছে, ভাল মাত্রায়।

Advertisment

ইতিমধ্যেই বিশ্বকাপে বৃষ্টির জেরে পণ্ড হয়েছে চারটে ম্যাচ। আগের ম্যাচে ভারত-নিউজিল্যান্ডের মারকাটারি ম্যাচেও বল গড়ায়নি। রবিবারেও ম্যাঞ্চেস্টারের আকাশে কালো মেঘের ঘনঘটা। সবমিলিয়ে ম্যাচ শুরুর আগেই ক্রিকেট বিশ্বে আশঙ্কার চোরাস্রোত বইছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, ম্য়াচ শুরুর সময়ে হালকা বৃষ্টি হতে পারে। ভারি বর্ষণের কথা বলা নেই। তবে আগের প্রতিটি ভেস্তে যাওয়া ম্যাচে বৃষ্টি থেমে গেলেও ভিজে আউটফিল্ডের কারণে ম্যাচ বাতিল করতে হয়েছে।

আরও পড়ুন

ICC World Cup 2019, India Vs Pakistan live cricket score: কোহলিদের ক্যারিশমা বনাম সরফরাজদের জেদ, ওল্ড ট্র্যাফোর্ড আজ ক্রিকেটের শেষ ঠিকানা

Advertisment

ফলে ক্ষণিক বৃষ্টি হলেও ম্যাচ যে ভেস্তে যাবে না, তাঁর নিশ্চয়তা নেই। আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত ওয়েবসাইট আকুওয়েদার-এ জানানো হচ্ছে, ম্যানচেস্টারে বৃষ্টি হবে স্থানীয় সময় দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত। সারা দিন এখানে তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রির আশপাশে।

ঘটনাচক্রে, ভারত-পাকিস্তান মেগা-ম্যাচের ৪৮ ঘণ্টা আগেই প্রবল বৃষ্টি হয়েছে ম্যাঞ্চেস্টারে। পিচ ঢেকে রাখা হয়েছে আগে থেকেই। স্কোয়ারের প্রতিও যত্ন নেওয়া হয়েছে। তবে ঝলমলে সূর্যও দেখা গিয়েছে। এটাই সমর্থকদের স্বস্তি জোগাচ্ছে। আর আবহাওয়া নিয়ে এই টানাটানির মধ্যেই রিজার্ভ ডে-র প্রাসঙ্গিকতা নিয়ে ফের একবার প্রশ্ন উঠে গিয়েছে।

cricket ICC pakistan Cricket World Cup
Advertisment