Advertisment

ICC Cricket World Cup 2019: সিনেমা হলেই এবার বিশ্বকাপ! কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য অভিনব উদ্যোগ আইনক্সের

কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডের সাউথ সিটি মল, পার্ক সার্কাসের কোয়েস্ট মল, ভবানীপুরের ফোরাম মল এবং বিধাননগরের সিটি সেন্টারে আইনক্স স্ক্রিনগুলিতে সরাসরি ম্যাচ সম্প্রচার করা হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
inox

আইনক্সে এবার লাইভ বিশ্বকাপ দেখার সুযোগ (ফেসবুক)

বিশ্বকাপ হবে সাত সমুদ্দুর পেরিয়ে বিলেত মুলুকে। তবে শহরেই সেই স্বাদ পেতে পারেন ক্রিকেটপ্রেমীরা। সিনেমা হলের জায়ান্ট স্ক্রিনে বসে লাইভ খেলা দেখার অভিজ্ঞতা পাবেন শহরের ক্রীড়ামোদীরা। এমনই সুযোগ আনতে চলেছে আইনক্স লেজার লিমিটেড কর্তৃপক্ষ। দ্বাদশ বিশ্বকাপ ক্রিকেটের আসর বসছে ইংল্যান্ড ও ওয়েলশে। যা শুরু হবে আগামীকাল ৩০শে মে এবং শেষ হচ্ছে ১৪ই জুলাই। শুরু হতে চলা এই বিশ্বকাপেরই ৯টা ম্যাচ লাইভ দেখার সুযোগ থাকছে আইনক্সের সিনেমা হলে। সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, ভারতের ৯টি ম্যাচ তো বটেই। সেমিফাইনাল, ফাইনাল সহ আরও বেশ কিছু বড় ম্য়াচ লাইভ দেখানোর চিন্তাভাবনা চলছে।

Advertisment

কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডের সাউথ সিটি মল, পার্ক সার্কাসের কোয়েস্ট মল, ভবানীপুরের ফোরাম মল এবং বিধাননগরের সিটি সেন্টারে আইনক্স স্ক্রিনগুলিতে সরাসরি ম্যাচ সম্প্রচার করা হবে। স্টেডিয়ামে বসে খেলা দেখার থ্রিল, কার্নিভ্যাল অ্যাটমোস্ফিয়ারে বসে পছন্দসই খাবার সমেত খেলা দেখার অভিজ্ঞতাই আলাদা হতে চলেছে, এমনটাই জানাচ্ছে আইনক্স কর্তৃপক্ষ।

আরও পড়ুন

জন্নত-এর অভিনেত্রী-র সঙ্গে লোকেশের সম্পর্ক কী, জানা গেল অবশেষে

আইনক্স লেজার লিমিটেডের সিইও অলোক ট্যান্ডন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে জানালেন, "ক্রিকেট বিশ্বকাপে INOX হবে ভারতের সিনেম্যাটিক ক্রিকেট স্টেডিয়াম, যা ক্রিকেটভক্তদের অতুলনীয় এক থ্রিলিং অভিজ্ঞতা দিতে চলেছে। ক্রিকেটকে ভারতের ধর্ম মানা হয়। আর বিশ্বকাপ হল সেই ধর্মের সবথেকে বড় উৎসব। সেই উৎসবে সামিল হয়ে ক্রিকেট ভক্তদের জানাতে চাই, স্টেডিয়ামে বসে দেখার অভিজ্ঞতা, সেই উত্তেজনা এবং ভরপুর এনার্জি আমরা দিতে প্রস্তুত।"

পাশাপাশি তিনি আরও জানান, "আশা করি শয়ে শয়ে ক্রিকেট ভক্তরা আসবেন। অডিটোরিয়ামের আরামদায়ক পরিবেশে বসে ম্যাচ দেখে টিম ইন্ডিয়াকে চিয়ার করে জিততে সাহায্য করবেন। সারা দেশজুড়ে আমাদের জাযেন্ট স্ক্রিনগুলির মাধ্যমে আমরা ভারতের ক্রিকেট ম্যাচগুলির উন্মাদনাকে এক নতুন মাত্রায় নিয়ে যাব। আমরা লাগাতার আমাদের কনটেন্টে নতুনত্ব ধরে রাখার চেষ্টা করি। ক্রিকেট বিশ্বকাপের লাইভ সম্প্রচার সেই ক্রমাগতর প্রচেষ্টারই একটি ফলশ্রুতি।"

Advertisment