চলতি বিশ্বকাপে মোটেও ফেভারিটের তালিকায় নেই গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া! কেন, প্রমাণ হয়ে গিয়েছে ভারত ম্যাচেই। টিম ইন্ডিয়ার শক্তিশালী ব্যাটিং লাইন আপের সামনে ডাহা ব্যর্থ অজি বোলিং আক্রমণ। মিচেল স্টার্ক-ই বোলিং আক্রমণের প্রধান অস্ত্র। তাঁর ডেপুটি প্যাট কামিন্স। কুইল্টার নাইল কিংবা জাম্পারা মোটেও পাতে দেওয়ার মতো নয়। আর অস্ট্রেলিয়ার এমন অবস্থায় যিনি অন্যতম বাজি হতে পারতেন, সেই জোস হ্যাজেলউড খেলা দেখাই বন্ধ করে দিয়েছেন। কারণ, দলে তাঁর স্থানই যে হয়নি।
চোট পুরোপুরি সেরে না ওঠাতেই হ্য়াজেলউডকে বাদ পড়তে হয়েছে। টেস্ট ও ওয়ানডে-তে দুরন্ত ফর্ম ছিলেন। তবে চলতি বছরের জানুয়ারি থেকেই পিঠের চোটে ভুগছিলেন তিনি। যে কারণে বেশ কিছু সিরিজে দেশের জার্সিতে অংশগ্রহণ করতে পারেননি। সেই কারণেই টিম ম্যানেজমেন্ট আস্থা রাখতে পারেনি হ্যাজেলউডের উপরে।
আরও পড়ুন
আর বিশ্বকাপ থেকে বাদ পড়ে হতাশা সঙ্গী হয়েছে হ্যাজেলউডের। বিশ্বকাপ শেষ হলেই অ্যাসেজ সিরিজ। সেখানে দেখা যেতে পারে তারকা পেসারকে। তার আগে তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, বিশ্বকাপ মোটেই পুরোপুরি ফলো করছেন না তিনি। "রাতে টিভির সামনে বসে হয়তো কয়েক ওভার খেলা দেখি। তবে কিছুটা অ্যাভয়েড করছি আপাতত। আপনি কোনও জিনিস যত দেখবেন, তত তার উপর আপনার মায়া জন্মাবে। সুতরাং, আমি এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করছি।"
চলতি মাসের ২০ জুন থেকেই অবশ্য হ্যাজেলউডকে বাইশ গজে দেখা যাবে রঙিন পোশাকে খেলতে। তবে জাতীয় দল নয়, অস্ট্রেলিয়া-এ দলের হয়ে। এ দলের হয়ে খেলেই অ্যাসেজের প্রস্তুতি নিচ্ছেন তিনি। তাঁর হুংকার, "পুরোপুরি ফিট থাকলে, কতটা ভাল করতে পারি, তা ভালই জানি। সুস্থ হয়েই অ্যাসেজে খেলতে নামছি। ওখানে নামতে মুখিয়ে আছি। নেটে নিজেকে নিংড়ে দিচ্ছি।"