Advertisment

বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন মাশরাফি! ম্যাচের আগেই সত্যিটা জানালেন ক্যাপ্টেন

ICC Cricket World Cup 2019: সাংবাদিক সম্মেলনে সেই প্রশ্ন শুনে বেশ বিব্রত হয়ে পড়েন তিনি। কিছুক্ষণ থেমে মৃদু হেসে নিজেই জানিয়ে দেন জবাব।

author-image
IE Bangla Web Desk
New Update
mashrafe with PM Hasina

প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে মাশরাফি মোর্তাজা (টুইটার)

মাশরাফি বিন মোতার্জা কি বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী? প্রশ্ন উঠে গেল ভারত ম্যাচের আগেই। অন্য কোথাও নয়, খোদ আইসিসি-র প্রেস কনফারেন্সে। ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মরণ-বাঁচন ম্যাচ। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে ম্যাচ জিতলেই হবে বাংলাদেশকে। তারপরেও বাকি ম্য়াচগুলির সমীকরণের উপরে নির্ভর করতে হবে। অন্যদিকে, ভারতকে হঠাৎ করেই ছন্নছাড়া দেখাচ্ছে। সেমিফাইনালে কার্যত উঠে গেলেও কিছু পাজল সমাধান করার জন্য বাংলাদেশ ম্যাচ ভারতের কাছে গুরুত্বপূর্ণ।

Advertisment

এমন সময়েই প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে মাশরাফিকে এক সাংবাদিক প্রশ্ন করে বসলেন, "আপনি কী আগামী ১০-১৫ বছরের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন?" ভরা সাংবাদিক সম্মেলনে এমন প্রশ্ন শুনে বেশ হচকচিয়ে যান তিনি। আসলে মাশরাফি বর্তমানে বিশ্বের একমাত্র সক্রিয় ক্রিকেটার যিনি কোনও দেশের সাংসদ। বাংলাদেশের একাদশতম জাতীয় নির্বাচনে নড়াইল-২ কেন্দ্র থেকে বিপুল ব্যবধানে জয়লাভ করেছিলেন তিনি। সাংসদ হওয়ার পর নিজের কাজকর্মেও প্রশংসা আদায় করে নিচ্ছেন বর্তমানে বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক।

আরও পড়ুন বাংলাদেশের বিপক্ষে ব্যাপক রদবদলের ইঙ্গিত, বাদ পড়তে পারেন দুই তারকা

যাইহোক, সাংবাদিক সম্মেলনে সেই প্রশ্ন শুনে বেশ বিব্রত হয়ে পড়েন তিনি। কিছুক্ষণ থেমে মৃদু হেসে নিজেই জানিয়ে দেন, "আপনি আমাকে মেরে ফেলতে চান!" ঘটনা এখানেই শেষ নয়। কিছুক্ষণ টস, ভারতীয় দলের শক্তি সম্পর্কে মাশরাফি বলার পরে ফের একবার সেই সাংবাদিক জিজ্ঞাসা করেন একই প্রশ্ন। তখন মাশরাফি সাফ জানিয়ে দেন, "মোটেও নয়।"

সাংসদ হিসেবে মাশরাফির কাজকর্মে বেশ প্রশংসা কুড়োচ্ছেন তিনি। তবে বাইশ গজে তিনি প্রত্যাশিত ঝলক দেখাতে পারছেন না। বল হাতে গোটা টুর্নামেন্টে এখনও পর্যন্ত তাঁর উইকেট সংখ্যা মাত্র ১। যদিও বোলিং কোচ ওয়ালশ মোটেই মাশরাফির জন্য মোটেই উদ্বিগ্ন নন। ভারতের বিরুদ্ধে হাসিনার দলের সাংসদ খেল দেখাবেন? সময়ই বলবে।

Sheikh Hasina Bangladesh Cricket World Cup
Advertisment