Advertisment

হাসিনকে এবার একহাত নিলেন শামি, কড়া প্রতিক্রিয়া ইংল্যান্ডে বসেই

ICC Cricket World Cup 2019: প্রথমে বিশ্বকাপে সুযোগই পাচ্ছিলেন না। তবে ভুবনেশ্বর কুমার চোট পাওয়ায় দরজা খুলে যায় তারকার জন্য। আর সুযোগ পেয়েই বাজিমাত শামির।

author-image
IE Bangla Web Desk
New Update
shami and hasin

সামি ও হাসিনের সম্পর্কে এখন অন্য মোড়। (টুইটার)

বাইশ গজে মহম্মদ শামির আগুনে প্রত্যাবর্তন এবং মাঠের বাইরে লাগাতার স্ত্রী হাসিনের আক্রমণ - গত কয়েকদিনে এমনটাই দেখেছে ক্রিকেট দুনিয়া। আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজের পরাক্রম আগেই দেখিয়েছেন, এবার মহম্মদ শামির টার্গেট ইংল্যান্ড ও বাংলাদেশ। ৪৮ ঘণ্টার ব্যবধানে দুই দলের বিরুদ্ধে খেলতে নামছে টিম ইন্ডিয়া। তার আগে মহম্মদ শামি স্ত্রী হাসিনকে বিঁধলেন নাম না করে।

Advertisment

সংবাদমাধ্যমে নিজের সাফল্যের রহস্য জানাতে গিয়ে তারকা পেসার জানিয়ে দেন, "আমার সাফল্যের কৃতিত্ব কেবল আমার। কারণ আমি একাই বৃহত্তর এক লড়াই লড়ে চলেছি মাঠের বাইরে। শেষ আঠারো মাস ধরে যা ভুগেছি, তা একাই সামলাতে হয়েছে। তাই সমস্ত কৃতিত্বই আমার। ঈশ্বরকে ধন্যবাদ জানাই এই লড়াইয়ে সাহস জোগানোর জন্য।" নাম না করলেও তাঁর নিশানা যে বিচ্ছিন্না স্ত্রী, তা স্পষ্ট।

আরও পড়ুন ৯০ জনের সঙ্গে টিকটকে ‘কুকীর্তি’ শামির! প্রকাশ্যেই নাম ফাঁস করলেন হাসিন

প্রথমে বিশ্বকাপে সুযোগই পাচ্ছিলেন না। তবে ভুবনেশ্বর কুমার চোট পাওয়ায় দরজা খুলে যায় তারকার জন্য। আর সুযোগ পেয়েই বাজিমাত তাঁর। আফগানিস্তানকে শেষ ওভারে ধ্বংস করে জয় ছিনিয়ে এনেছিলেন ভারতের হয়ে। ক্যারাবিয়ানদের বিরুদ্ধে আবার তাঁর শিকার ক্রিস গেইল ও শে হোপ। তবে সাফল্যের মুখ দেখে নিজের লড়াইয়ের দিনগুলো ভুলে যাচ্ছেন না বাংলার হয়ে খেলা পেসার। তিনি বলছিলেন, "সবসময়েই নিজের স্কিল ও দক্ষতার উপরে ভরসা ছিল আমার। যখনই আমাকে কোনও দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব নিপুণভাবে পালন করেছি। কেবল সুযোগের অপেক্ষায় ছিলাম এতদিন।"

প্রথম একাদশে খেলার চাপ নিয়ে শামি জাতীয় সংবাদমাধ্যমে বলেন, "দেশের হয়ে মাত্র ১৫ জন খেলার সুযোগ পেয়েছে। আমরা বাকিদের থেকে স্পেশ্যাল তাই এখানে বিশ্বকাপগামী দলে খেলছি। তাই খেলায় সুযোগ পেলাম কি না, সেটা গুরুত্বপূর্ণ নয়। বরং সবসময়েই খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। দেশের হয়ে খেলছি, এই অনুভূতি কখনই অতিরিক্ত চাপ এনে দেয় না।"

cricket Cricket World Cup
Advertisment