-ধোনি অধিনায়কত্ব ছেড়ে দিতে পারে, তবে ওঁর কাছ থেকে নেতৃত্ব কেউ কেড়ে নিতে পারবে না। যাঁরা ক্রিকেট নিয়মিত ফলো করেন। তাঁরাও জানেন, ধোনির থেকে প্রখর ক্রিকেটীয় জ্ঞান কারোর নেই।
এমন ভাবেই ধোনিকে কুর্নিশ জানালেন সতীর্থ যুজবেন্দ্র চাহাল। দু-দিন আগেই সুরেশ রায়না দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছিলেন, খাতায় কলমে যতই বিরাট কোহলি অধিনায়ক হোক না কেন, মাঠে আসল নেতা ধোনি-ই।
সুরেশ রায়নার বেশ বিতর্কিত মন্তব্যের রেশ কাটতে না কাটতেই কার্যত একই ভাষাতে ধোনিকে সম্মানের ডালি উপুর করে দিলেন চাহাল। বাংলাদেশের বিরুদ্ধে ব্যাটিং বিক্রমে মাঠ মাতিয়েছেন। তারপর বাংলাদেশের অধিনায়কত্বও নাকি করেছেন! ধোনি স্রেফ সমালোচকদের উড়িয়ে দিয়েছেন পারফরম্যান্স দেখিয়ে। তারপরেই চাহাল বলে দিচ্ছেন, "যখনই আমার মনে কোনও প্রশ্নের উদয় হয়, সরাসরি মাহি ভাইয়ের কাছে ছুটি। ওঁর অভিজ্ঞতার ভাঁড়ার অপরিসীম। শুধু আমাকেই নয়, দলের যেকোনও সদস্যকেই ধোনি সাহায্য করেন।"
এরপরেই চাহাল জানিয়েছেন ধোনির বিশেষ দক্ষতার কথা। "ও যখনই স্ট্যাম্পের পিছনে থাকে, ওঁর চোখ থাকে আমাদের এবং ব্যাটসম্যানদের দিকে। যেকোনও কারোর শারীরিক ভাষা স্পষ্ট পড়ে ফেলতে পারে ধোনি। ও আসলে খুব ভাল মাইন্ড রিডার। ও খুব দ্রুত ব্য়াটসম্যানের ফুটওয়ার্ক পড়ে ফেলতে পারে। ওভারের কয়েকটা বল করার পরে ও আমাদের জানিয়ে দেয়, কোথায় বল করতে হবে। এটা প্রত্যেকের খুব কাজে আসে।" বলছিলেন জাতীয় দলের তরুণ তুর্কি।
ধোনি পরামর্শদাতা হিসেবে কতটা কার্যকর, তা ব্যক্ত করেছেন তিনি। বলেছেন, "বোলার হিসেবে কখনও আমাদের কঠিন সময় যায়। কখনও আবার ভাগ্য আমাদের সহায় হয়। মাঝেমধ্যেই ব্যাটসম্যানের কাছ থেকে ছক্কা হজম করতে হয় আমাদের। তবে সেই মুহূর্তে ধোনির ভীষণ সাহায্য করে। ওঁর পরামর্শে যেমন গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট তোলা যায়, তেমনই আবার রানের গতিতে লাগামও পড়ে।"
ধোনির ক্যাপ্টেন্সিপেই চাহালের আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ। তারপর এখন কোহলির টিম ইন্ডিয়ার পাকাপাকি সদস্য তারকা স্পিনার। প্রসঙ্গ যখন ধোনি, তিনি থামতেই চান না। বলতে থাকেন, "কোথায় বল ফেলতে হবে, মাহি ভাই জানেন। ও আসে ব্যাটসম্যান, উইকেটকিপার, বোলার এবং ফিল্ডার- সবকিছুর সংমিশ্রণ।" ধোনির নেতৃত্ব নিয়ে তাঁর বক্তব্য, "ধোনি দলের সিনিয়র মোস্ট সদস্য। আগেই বলেছি, শুধু আমাকে নয়, দলের যেকোনও ক্রিকেটার, তরুণ সদস্যদের সাহায্য করতে ও সর্বদাই প্রস্তুত। মাঝেমধ্যে ও আমাদের উপরে রেগে যায়, তবে সেটা আমাদের ভাল-র জন্যই।"