চাচা চৌধুরীর বুদ্ধি কম্পিউটারের থেকেও প্রখর! এমনটাই জানা ছিল। তবে ধোনিও নাকি কমিক্সের সেই বিখ্যাত চরিত্রের মতোই। বুদ্ধি কম্পিউটারের থেকেও বেশি। এমনটা আর কেউ নন, বলছেন স্বয়ং শোয়েব আখতার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্বচ্ছন্দেই জয় পেয়েছে ভারত। প্রোটিয়াজদের বধ করেই অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া। আর টিম ইন্ডিয়ার জয়ের পরেই শোয়েব আখতার এতটাই প্রভাবিত যে তিনি টুইটারে সরাসরি লিখে দিয়েছেন, "নির্দিষ্ট কোনও উইকেটে ক্রিকেট খেলার বিষয়ে কম্পিউটার যা বলবে, তার থেকেও দ্রুত সিদ্ধান্ত নিতে পারে ধোনি। এমনটাই আমার বিশ্বাস।"
পাকিস্তানের প্রাক্তন সুপারস্টার পেসার জানিয়েছেন, ক্রিকেট সংক্রান্ত যে কোনও বিষয়ের প্রশ্নের উত্তর কম্পিউটারের চেয়েও দ্রুত ও নির্ভুলভাবে দিতে পারে ধোনি।
আরও পড়ুন
শুধু ধোনি-ই নন। শোয়েবের মন কেড়ে নিয়েছেন লোকেশ রাহুল-ও। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে রাহুলকেই চার নম্বরে ব্যাট করতে পাঠানোর পরিকল্পনা করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। প্রস্তুতি ম্যাচে লোকেশের ফর্ম দেখেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪ নম্বরে পাঠানো হয়েছিল তারকা ক্রিকেটারকে। সেই ম্যাচে ২৬-এর বেশি রান না করতে পারলেও লোকেশ রাহুল সঙ্কটের সময়ে রোহিত শর্মার সঙ্গ দিয়েছিলেন। শোয়েব আখতার জানিয়েছেন, "লোকেশ রাহুলকে ক্রিকেটার হিসেবে পছন্দ করি। ও বিরাটের পদাঙ্ক অনুসরণ করে ভবিষ্যতের তারকা হতে পারে।"
প্রথম ম্যাচে সিংহ-বধের পরে রবিবার ভারতের দ্বিতীয় ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই জয়েই আপাতত পাখির চোখ টিম ইন্ডিয়ার।