অবসর নিয়ে জোরালো গুঞ্জন চলছে। এবং তা থামার ইঙ্গিত নেই। বিশ্বকাপ বিপর্যয়ের পরে ভাবা হয়েছিল মহেন্দ্র সিং ধোনি কেরিয়ারে পর্দা টানবেন। তবে কিউয়িদের কাছে হারের ৪৮ ঘণ্টা কেটে যাওয়ার পরে ধোনি আপাতত অবসর নেওয়ার বিষয়ে কোনও ইচ্ছেপ্রকাশ করেননি। জানা গিয়েছে, ধোনি ইংল্যান্ড থেকে দেশে ফেরার পরে নিজের ভবিষ্যতের বিষয়ে খোলামেলা জানাবেন বোর্ডকে।
তবে এর মধ্যেই সুখবর, ধোনি আগামী বছরের আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতেই নেতৃত্ব দেবেন। সিএসকে-র এক শীর্ষস্থানীয় কর্তা 'মুম্বই মিরর'-কে জানিয়ে দিয়েছেন এই কথা। সেই কর্তা সাফ জানিয়ে দিয়েছেন, "যাই ঘটুক না কেন, ধোনি আগামী বছরে সিএসকে-র জার্সিতেই খেলবে।" বলা হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির পারফরম্যান্সের গ্রাফ ওঠা-নামা করলে কী হবে, আইপিএলে ধোনি বরাবরই রাজার মতো খেলে এসেছেন। এবং সেই পারফরম্যান্সে এখনও মরচে পড়ার কোনও ইঙ্গিত নেই।
আরও পড়ুন ধোনিকে নিয়ে মুখ খুললেন শাস্ত্রী, উত্তর দিলেন ‘জাতীয় প্রশ্নের’
বিশ্বকাপের আগে সিএসকে-র জার্সিতে দুরন্ত ফর্মে ছিলেন। ব্যাট হাতে হোক বা অধিনায়ক হিসেবে ধোনি অপ্রতিরোধ্য ফর্মে দলকে ফাইনালেও তুলেছিলেন। যদিও শেষরক্ষা হয়নি। যদিও আইপিএলের সেই ফর্ম বিশ্বকাপে দেখাতে পারেননি মহাতারকা। টুর্নামেন্ট চলাকালীনই ধোনির অবসর নিয়ে গুজব ছড়িয়ে দিয়েছিলেন বোর্ডের এক কর্তা। উত্তুঙ্গ সেই গুজবের মধ্যে ধোনিকে স্বয়ং তা খণ্ডাতে মুখ খুলতে হয়েছিল। জানিয়ে দিয়েছিলেন, আপাতত অবসরের কোনও চিন্তা ভাবনাই তাঁর নেই।
চলতি বিশ্বকাপে বারেবারেই আতসকাচের তলায় পড়েছে ধোনির পারফরম্যান্স। আফগানিস্তানের বিপক্ষে স্লো ব্যাটিংয়ে সমালোচিত হওয়ার পরে ইংল্যান্ডের কাছে হারে সরাসরি দায়ী করে দেওয়া হয়েছিল তারকাকে। এমনকি, সেমিফাইনালে হারেরও কারণ হিসেবে অনেকে ধোনির মন্থর ব্যাটিংয়ে সমালোচনা করছেন। অবসরের অতলস্পর্শী জল্পনার মধ্য়ে সিএসকে কর্তার বক্তব্যে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অনেক ধোনি-ভক্তই।