Advertisment

সামি নয়, রূদ্ধশ্বাস শেষ ওভারে আসল নায়ক ধোনি! ম্যাচের পরেই ফাঁস রহস্য

ICC Cricket World Cup 2019: সামির পারফরম্যান্স নিয়ে আলাদা করে কিছু লেখার নেই। এতদিন সুযোগ পাচ্ছিলেন না। তবে প্রথম সুযোগেই বাজিমাত করেছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
mohammed shami and ms dhoni

শেষ ওভারে শামি-ধোনি পার্টনারশিপে এল জয় (ফেসবুক)

হ্যাটট্রিক কে করেছেন? ক্রিকেট দুনিয়া বলবে, মহম্মদ সামি প্রত্যাবর্তনেই দুরন্ত হ্যাটট্রিকে ভারতকে ম্যাচ জিতিয়েছেন। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ বলছে, সামি নয় হ্যাটট্রিকের কৃতিত্ব আসলে মহেন্দ্র সিং ধোনির। অবাক হলেও এমনটা সত্যি!

Advertisment

সামির পারফরম্যান্স নিয়ে আলাদা করে কিছু লেখার নেই। এতদিন সুযোগ পাচ্ছিলেন না। তবে প্রথম সুযোগেই বাজিমাত করেছেন তিনি। ভুবনেশ্বর কুমারের হ্যামস্ট্রিংয়ে চোট না লাগলে চলতি বিশ্বকাপে বোলিং রান আপে মহম্মদ সামিকে দেখা যেত কিনা, তা নিয়ে সন্দেহ ছিল বিস্তর। তবে হাল ছাড়েননি বঙ্গ পেসার। প্রথমবার সুযোগ পেয়েই দেখিয়ে দিয়েছেন, ইংল্যান্ডের পরিস্থিতিতে তিনি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন।

আরও পড়ুন

অবিচারের শিকার সামি! বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকের পরেই ফেটে পড়ল সমর্থকরা

ভারত প্রথমে ব্যাট করে ২২৪ রানের বেশি করতে পারেনি। আফগানিস্তান শেষ পর্যন্ত রান তাড়া করে গিয়েছে। শেষ ওভারে জয়ের জন্য আফগানিস্তানের প্রয়োজন ছিল ১৬ রান। আফগানদের হাতে তখনও ৩ উইকেট। সবথেকে বড় কথা, মহম্মদ নবি ক্রিজে তখনও রয়েছেন। হাফসেঞ্চুরির দোড়গোড়ায় দাঁড়িয়ে আফগান তারকা। মারমুখী নবি যে ভারতের হাত থেকে ম্যাচ বের করে নেবেন না, তা নিয়ে নিশ্চিত ছিল না অতিবড় ভারতীয় সমর্থকও।



এরপরেই সামির ঝলক। ভুল হল, সামি-ধোনির ঝলক! যুগলবন্দি যাকে বলে আর কী! প্রথম বলেই সামির বলে বাউন্ডারি হাকিয়েছিলেন নবি। ব্যক্তিগত ৪৮ থেকে ৫২ রানে পৌঁছে যান তিনি। দ্বিতীয় বলে রান হয়নি। তৃতীয় বলে সামিকে বাউন্ডারির বাইরে ফেলতে গিয়ে হার্দিক পাণ্ডিয়ার হাতে ক্যাচ তুলে বিদায় নেন নবি। এরপরেই আসরে ধোনি। মহাতারকাকে দেখা যায় সামির সঙ্গে একান্ত আলোচনা সারতে। তারকা পেসারকে কী পরামর্শ দিয়েছিলেন ধোনি, তা জানা যায়নি।

তবে সামিকে দেখা যায় অন্যমূর্তিতে। শেষ ওভারের চতুর্থ ও পঞ্চম বলে পরপর ইয়র্কারে ফিরিয়ে দেন আফতাব আলম এবং মুজিব উর রহমানকে। ধোনির পরামর্শেই কী জোড়া হ্যাটট্রিক? এমন প্রশ্নই তুলে দিয়েছে সোশ্যাল মিডিয়া।

ধোনি ব্যাট হাতে মন্থর ব্যাটিং করে সমালোচনা কুড়িয়েছেন। নিন্দিত হচ্ছেন সর্বত্র। তবে শেষদিকে, মাস্টারমাইন্ড ধোনি-কে দেখে অভিভূত প্রত্যেকে। সোশ্য়াল মিডিয়ায় প্রশ্ন উঠে গিয়েছে, ধোনির পরামর্শ না থাকলে সামি কী বিধ্বংসী রূপে আবির্ভূত হতে পারতেন! সংশয় অনেকেরই।

cricket MS DHONI Cricket World Cup
Advertisment