মহেন্দ্র সিং ধোনি-ও তাহলে কাঁদেন! পুরোপুরি আবেগ বিবর্জিত নন তিনি! বাইশ গজে মাহি মানেই আবেগ সরিয়ে রাখা! সুখের সময় হোক কি টেনশানাক্রান্ত মুহূর্ত, মহেন্দ্র সিং ধোনিকে দেখে মুহূর্ত বোঝা মুশকিল। মাহির ইস্পাত-কঠিন চোখে মুখে জয়ের চ্যালেঞ্জ থাকে অলিখিতভাবে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় দুই দশক কাটিয়ে দেওয়ার পরে ধোনির এই ট্রেডমার্ক বৈশিষ্ট্যই এবার অস্তাচলে যাওয়ার মুখে। কারণ তিনি কেঁদে ফেললেন। তা-ও আবার বাইশ গজের যুদ্ধে হেরে।
অবিশ্বাস্য হলেও এমন ঘটনার সাক্ষী থাকল বুধবারের ম্যাঞ্চেস্টার। ধোনি এবার গোটা বিশ্বকাপেই শিরোনামে। অবশ্য পারফরম্যান্সের জন্য নয়। নেতিবাচক কারণে বারেবারেই খবরে উঠে এসেছেন। প্রথমে গ্লাভসে বলিদান-চিহ্ন নিয়ে নেমে আইসিসির লাল চোখের সামনে পড়েছিলেন। তারপর একাধিকবার মন্থর ব্যাটিংয়ের জন্য আলোচনার জন্ম দিয়েছেন। সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ার পরে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর অবাক-মন্থর ব্যাটিং বিশ্বজুড়ে চরম নিন্দিত হয়েছিল। তাঁর অবসর নিয়েও জল্পনা ছড়িয়ে পড়েছিল।
আরও পড়ুন
তার-ই যেন প্রায়শ্চিত্ত ঘটল ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। সেই রান তাড়া করতে নেমে হারের জন্য শিরোনামে তাঁর অতিরিক্ত স্লো ব্যাটিং। আস্কিং রেট ১২ পেরিয়ে যাওয়ার পরেও ধোনি হাত খুলে খেললেন কই। গুরুত্বপূর্ণ জাদেজা-ধোনি পার্টনারশিপ ম্যাচে ফিরিয়ে আনে ভারতকে। জাদেজা যেখানে মারমুখী ৫৯ বলে ৭৭, সেখানে ধোনির ৬৯ স্ট্রাইক রেট রেখে ৭২ বলে ৫০। শেষদিকে ফিনিশ করে আসার আগেই গাপ্টিলের দুর্ধর্ষ থ্রো-য়ে আউট তিনি। ম্যাচের সম্ভবনার সেখানেই সলিল সমাধি।
Have never seen this man crying. ????
We can't see dhoni cry like this.. It's breaking our hearts❤????@msdhoni @ICC #CaptainCool #CWC19 pic.twitter.com/oWGnzeKBgN
— Umang Tank (@UmangTank3) July 11, 2019
Dhoni crying after knowing that india is loosing wc with his wicket
This thing made all of us cry.We know if this had'nt happened you wd have again finished the match just like 2011 finale..We always love you ❤️????????#Dhoni #INDvNZ #LoveYouDhoni #ICCCricketWorldCup2019 @msdhoni pic.twitter.com/fq5sibSwYn— Faraz Khan (@Imfaraz7) July 10, 2019
Ms Dhoni motivational Do not CRY after watching this pic.twitter.com/TMRkLdTXgZ
— S Vickysanju (@SVicky63302654) July 10, 2019
যাই হোক, এমন হারের পরেও যথারীতি ভিলেন তিনি। তাই আর স্থির থাকতে পারলেন না, মাঠেই চোখের জল ফেললেন তিনি। যা দেখে চরম সমালোচকদের মনও অনেক আর্দ্র হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হওয়ার পরে অনেকেই যদিও ধোনির পাশে দাঁড়িয়েছেন। অনেকের বক্তব্য, "চ্যাম্পিয়নরা কখনও কাঁদে না। তুমি আমাদের দুটো বিশ্বকাপ এনে দিয়েছ।" অনেকে আবার লিখেছেন, "আমরা তোমার সঙ্গে আছি।" কারও কান্না-ভেজা টুইট, "তোমার কান্না দেখে আমরাও কাঁদছি।" অন্য টুইটে লেখা, "আমাদের আনন্দ করার প্রচুর মুহূর্ত দিয়েছ তুমি। তাই কেঁদো না।"