বিশ্বকাপ ক্রিকেট হোক বা ফুটবল! সম্ভাব্য চ্যাম্পিয়ন কে হতে পারে, তা নিয়ে কয়েকমাস আগে থেকেই আলোচনা শুরু হয়ে যায়। বিভিন্ন বিশেষজ্ঞরা অনেক বিষয় পর্যালোচনা করে ফেভারিটদের পুল তৈরি করেন। বিশ্বকাপ ক্রিকেটও তার ব্যতিক্রম নয়। আসন্ন বিশ্বকাপে বিভিন্ন বিশেষজ্ঞরা ভারতের পাশাপাশি চ্যাম্পিয়ন হওয়ার জন্য ফেভারিট বেছেছেন পাকিস্তান, ইংল্যান্ডকেও।
দলের ১০ ব্যাটসম্য়ানই শূন্য রানে আউট, ক্রিকেট বিশ্বে অভিনব ঘটনা ভারতে
তবে ভারতের প্রখ্যাত জ্যোতিষী গ্রিনস্টোন লোবো জানিয়ে দিলেন, ভারত কোনওভাবেই বিশ্বকাপে জয়ী হতে পারবে না। তাঁর বাজি ইংল্যান্ড। জ্যোতিষী লোবো অবশ্য ক্রিকেট দলগুলির শক্তি-সামর্থ্যের বিশ্লেষণ করে এমন সিদ্ধান্তে আসেননি। তিনি এই অনুমান করেছেন গ্রহগুলোর অবস্থান বিচারে!
বিখ্যাত জ্যোতিষী লোবোর দাবি, ১৯৮৫ সাল থেকে ১৯৮৭ সালে জন্ম- এমন কোনো অধিনায়কের নেতৃত্বাধীন দলই এবার বিশ্বকাপে বাজিমাত করবে। জন্মসাল বিচার্য হলে, নির্দিষ্ট এই সময়ে জন্ম নিয়েছেন তিন দলের অধিনায়ক- অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ (১৯৮৬), ইংল্যান্ডের মর্গ্যান (১৯৮৬) এবং পাকিস্তানের সরফরাজ আহমেদ (১৯৮৭)। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এই সময়কালে শক্তিশালী অবস্থানে ছিল ইউরেনাস ও নেপচুন।
এই তিনটে দলের মধ্যেই লোবোর ফেভারিট ইংল্যান্ড। এর কারণও জানিয়েছেন তিনি,লোবোর ব্যাখ্যা- বছর দুয়েক আগে ইংল্যান্ডের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা পাকিস্তান এবার আবার বড় শিরোপা পাচ্ছে না। অস্ট্রেলিয়ার এবারের স্কোয়াডে আছেন ৫ জন বিশ্বকাপজয়ী সদস্য, ফলে অজিদের সুযোগও কম। বাকি রইল ইংল্যান্ড। তাই ইংল্যান্ডই হবে এবারের চ্যাম্পিয়ন।
অবশ্য ভারতের সম্ভবনা একেবারেই উড়িয়ে দেননি লোবো। তবে তার জন্য নির্দিষ্ট ফর্মুলা রয়েছে। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির জন্ম ১৯৮৮ সালে। সহ-অধিনায়ক রোহিত শর্মার জন্ম আবার ১৯৮৭ সালে। এই হিসেবে কোহলি নন, রোহিতের হাতেই যদি নেতৃত্বের রাজমুকুট আসে, তাহলেই কেবলমাত্র চ্যাম্পিয়ন হতে পারে ভারত। ঘটনাচক্রে, রোহিত শর্মা জাতীয় দলের সহ অধিনায়ক। কোহলি কোনও কারণে চোটের কবলে পড়লে তবেই একমাত্র রোহিত দলকে নেতৃত্ব দিতে পারেন।
সেই হিসেবে প্রশ্ন উঠে গিয়েছে, ভারতীয় সমর্থকরা কী দলের একনম্বর তারকাকে চোটগ্রস্থ অবস্থায় দেখতে চান!