/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/06/sarfaraz-ahmed-1.jpg)
পাক অধিনায়কের হাতে কালো আর্ম ব্যান্ড (রিয়েল পিসিবি টুইটার)
টনটনে গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তান খেলছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেখানে রীতিমতো বেকায়দায় তাঁরা। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা রীতিমতো তুলোধোনা করছে পাকিস্তানি বোলারদের। তবে ম্যাচে পাকিস্তানি ক্রিকেটারদের কালো ব্যাজ পড়ে খেলতে দেখা যাচ্ছে। সেখানেই কৌতূহলের উদ্রেক ঘটেছে। খোঁজখবর নিয়ে জানা গেল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে শোক ছুঁয়ে গিয়েছে পাকিস্তানকে। সদ্য মারা গিয়েছেন, দেশের অন্যতম সেরা আম্পায়ার রিয়াজউদ্দিন ও প্রাক্তন ক্রিকেটার সরফরাজ।
আরও পড়ুন কোহলি যে জল পান করেন, তার দাম জানেন? চমকে উঠবেন
অকালে প্রয়াত দুই ক্রিকেট ব্যক্তিত্বকে সম্মান জানাতেই পাক ক্রিকেটাররা মাঠে খেলছেন কালো ব্যাজ পড়ে। টসের সময়েই পাক অধিনায়ক সরফরাজ জানান, "আমাদের টেস্ট আম্পায়ার রিয়াজউদ্দিন মারা গেছেন। তার সম্মানের আমরা সবাই আজ কালো ব্যাজ পরে খেলব।" পাশাপাশি, প্রাক্তন ক্রিকেটার আখতার সরফরাজ গত সপ্তাহে মারা গিয়েছেন। মৃত্যুর সময়ে তাঁর বয়স হয়েছিল, ৪৩ বছর। পাকিস্তানের জাতীয় দলের জার্সিতে তিনি খেলেছেন ১৯৮৭-৯৮, ১১ বছর ধরে। অবসরের পরে আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলে নাম লেখান তিনি। একডজন টেস্টে আম্পায়ার হয়েছেন তিনি।
PCB shocked at the news of Akhtar Sarfaraz's passinghttps://t.co/mPDWjJtnsWpic.twitter.com/2TB81C8D9o
— Pakistan Cricket (@TheRealPCB) June 10, 2019
যাইহোক, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে বল হাতে পাকিস্তান যথেষ্ট বেকায়দায়। ৩৬ ওভার শেষে অস্ট্রেলিয়া ৩ উইকেটের বিনিময়ে ২৩৫। সেঞ্চুরি করে খেলছেন ওয়ার্নার। অন্য ওপেনার অ্যারন ফিঞ্চও ব্যাট হাতে সফল (৮২)। ওয়ার্নারের সঙ্গে ক্রিজে রয়েছেন শন মার্শ, যাঁকে আজ খেলানো হচ্ছে খোয়াজার জায়গায়।