ভারত সেমিফাইনালে ওঠার বিষয়ে অনেকটাই ফেভারিট। আর বাংলাদেশ, পাকিস্তানের সামনে চ্যালেঞ্জিং সমীকরণ! বাংলাদেশকে আগামী সপ্তাহে খেলতে হবে যথাক্রমে পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে। দুই শক্তিধর প্রতিবেশীর বিরুদ্ধে জয়ের চ্যালেঞ্জই নিচ্ছে বাংলাদেশ। যাইহোক, বাংলাদেশের বিরুদ্ধে ভারত ও পাকিস্তানের ক্রিকেট যুদ্ধের দামামা বেজে গেল এই সপ্তাহেই। পরপর দু-দিন পাকিস্তান ও বাংলাদেশ হারিয়েছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানকে। এমন সময়েই পাকিস্তানের অন্যতম প্রচারমাধ্যমে ছাপা হল ব্যঙ্গাত্মক কার্টুন। উদ্দেশ্য অবশ্যই বাংলাদেশ। যা নিয়ে ম্য়াচ শুরুর আগেই ফের একপ্রস্থ বিতর্ক।
পাকিস্তানের দ্য নেশন পত্রিকায় ছাপা হয়েছে একটি সরস কার্টুন। যে কার্টুনে দেখা যাচ্ছে পাকিস্তান কবর থেকে উঠে দাঁড়িয়েছে। হাতে ব্যাট। মাটিতে ধরাশায়ী দক্ষিণ আফ্রিকা। আর আতঙ্কিত চোখে মুখে পালাচ্ছে তিন দল। বাংলাদেশ বাদে বাকি দুই দল যথাক্রমে নিউজিল্যান্ড ও আফগানিস্তান। পাকিস্তানকে সেমিতে যেতে হলে শেষ তিন ম্যাচে বাংলাদেশ, নিউজিল্যান্ড ও আফগানিস্তানকে হারাতেই হবে। সেই আবহেই এই কার্টুন।
এই সেই বিতর্কিত কার্টুন (পাকিস্তানি পত্রিকা)
আরও পড়ুন
এই কার্টুনের ক্রিকেটীয় প্রসঙ্গ অবশ্য বুঝতে ভুল হওয়ার নয়। প্রথম ম্যাচেই ইংল্যান্ডকে হারিয়ে দারুণ শুরু করেছিল তাঁরা। মাঝে পরপর হেরে কবরে পৌঁছে গিয়েছিল। তবে হঠাৎই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমির স্বপ্ন জাগিয়ে তুলেছে তাঁরা। বাকি তিন দলই নাকি এখন আতঙ্কিত পাকিস্তানের বিরুদ্ধে খেলার আগে।
এমন ক্রিকেটীয় কার্টুনে ভুল কিছু নেই। তবে যেভাবে মারামারি এবং কবরের প্রতীক এঁকে দেওয়া হয়েছে, তাতে অনেকেই সমালোচনা শুরু করেছেন। বলা হচ্ছে, ক্রিকেটীর প্রসঙ্গে এরকম প্রতীক ব্যবহার না করাই উচিত। বাংলাদেশেও বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ এই অপমানের জবাব দিতে পারে কিনা, সেটাই দেখার।