Advertisment

বিশ্বকাপে ভারত-পাক মহারণ! তার আগেই ধোনিকে নিয়ে বেনজির কীর্তি পাক সমর্থকের

ভারত-পাক সম্পর্কের রাজনৈতিক অস্থিরতা মোটেই নতুন কিছু নয়। রাজনৈতিক উত্তাপ বরাবরই প্রভাব ফেলেছে দুই দেশের ক্রিকেট সম্পর্কে। দু-দেশের সমর্থকরা সোশ্যাল মিডিয়াতেও টিক্কা-টিপ্পনী করে থাকেন পরস্পরের প্রতি।

author-image
IE Bangla Web Desk
New Update
MS Dhoni and Shahid Afridi_759

ভারত-পাক ম্যাচে আফ্রিদি ও ধোনি (বিসিসিআই)

বিশ্বকাপে ভারত-পাক দ্বৈরথ! এখন থেকেই উত্তেজনায় ফুটছেন দু-দলের সমর্থকরা। সোশ্য়াল মিডিয়া হোক প্রচারমাধ্যম, সমস্ত গণমাধ্যমের ফোকাস এখন থেকেই ইন্দো-পাক মহারণে। এমন আবহেই সম্প্রীতির বার্তা ভেসে এল খোদ পাক সমর্থকের পক্ষ থেকে। নাম শেহজাদ-আল-হাসান। যাঁর অভিনব টুইট পোস্ট কুর্নিশ আদায় করে নিয়েছে ক্রিকেট বিশ্বের।

Advertisment

কী পোস্ট করেছিলেন তিনি? জোড়া ছবি পোস্ট করেছিলেন টুইটারে। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, পাকিস্তানের জার্সি। দ্বিতীয় ছবিতে সেই জার্সির পিছনের দিক পোস্ট করেছিলেন। যেখানে ধোনির নাম ও ৭ নম্বর খোদাই করা রয়েছে। আজব কাণ্ড হলেও এমনটাই ঘটল।

আরও পড়ুন

ICC Cricket World Cup 2019: পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী সরফরাজ আহমেদ! বিশ্বকাপেই উঠে গেল এমন প্রশ্ন

ভারত-পাক সম্পর্কের রাজনৈতিক অস্থিরতা মোটেই নতুন কিছু নয়। রাজনৈতিক উত্তাপ বরাবরই প্রভাব ফেলেছে দুই দেশের ক্রিকেট সম্পর্কে। দু-দেশের সমর্থকরা সোশ্যাল মিডিয়াতেও টিক্কা-টিপ্পনী করে থাকেন পরস্পরের প্রতি। রণংদেহী মেজাজের ব্যতিক্রমও যে রয়েছে, তা শেহজাদ-আল-হাসানের টুইট পোস্ট থেকেই স্পষ্ট।

পাকিস্তানেও অনেক ধোনি সমর্থক রয়েছেন। শেহজাদ-ও তেমন। বিশ্বকাপে পাকিস্তান নতুন ডিজাইনের জার্সি পড়ে মাঠে নামবেন। সেই জার্সির পিছনেই প্রিয় ক্রিকেটারের নাম খোদাই করে সৌজন্যের বার্তা ছড়িয়ে দিতে চেয়েছেন তিনি। সেই সৌজন্যবোধ ছুঁয়ে গিয়েছে প্রত্যেককেই। যদিও পালটা অনেক পাকিস্তানি সমর্থক-ই কটূক্তি করেছেন এই উদ্যোগকে। ধোনি ভারতীয় হওয়াতেই পাকিস্তানি জার্সি-র সংস্রব থেকে মুক্ত রাখতে চেয়েছেন অনেকে। তবে এই উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের কাছে।

৩০ তারিখ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। ১৬ জুন মুখোমুখি হচ্ছে দুই দেশ। সেই মহারণের দিকেই তাকিয়ে গোটা ক্রিকেট মহল।

ICC MS DHONI pakistan Cricket World Cup
Advertisment